১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,রাত ১:১১

খুমেক শিক্ষার্থীদের সাথে ঔষুধ ব্যবসায়ীদের দফায় দফায় সংঘর্ষ

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৩

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে খুমেকের ছাত্র ও ঔষধ ব্যবসায়ীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১৫/১৬ জন আহত হন।আজ সোমবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের কে-৩২ ব্যাচের একজন শিক্ষার্থীর কাছ থেকে মেডিকেলের সামনের এক ওষুধের দোকানদার ১০% কম না নেওয়ায় এ ঘটনা ঘটে।
পরে দফায় দফায় হামলা, পাল্টা হামলার ঘটনা ঘটে খোদ পুলিশের সামনেই।


সর্বশেষ মেডিকেল শিক্ষার্থীদের সাথে খুমেক হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা যোগ দেয় এবং হামলাকারীকে গ্রেফতারের দাবিতে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের অবস্থান কর্মসূচি পালন করছিল ইন্টার্ণ চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীরা।
অপরদিকে, মেডিকেল শিক্ষার্থীদের হামলায় ওষুধের দোকানের মালিক-কর্মচারীসহ ১০/১৫জন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়। হামলা-পাল্টা হামলার এক পর্যায়ে সেখানে সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ, খুলন সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হাসান ইফতেখার চালু, খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: দ্বীন-উল ইসলাম, উপাধ্যক্ষ ও খুলনা বিএমএ’র সাধারণ সম্পাদক ডা: মো: মেহেদী নেওয়াজ, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্ট সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এসএম কবির উদ্দিন বাবলুসহ চিকিৎসক ও বিসিডিএস নেতারাও ঘটনাস্থলে উপস্থিত হন।
খুমেক হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসক পরিষদের সভাপতি সাইফুল ইসলাম অন্তর ও সাধারণ সম্পাদক শামসুজ্জোহা সজিব বলেন, ওষুধের দোকানদারদের হামলায় একজন চিকিৎসকসহ সাতজন মেডিকেল শিক্ষার্থী আহত হয়েছেন। এরা হলেন, ডা. হাসিব, সবুজ সরকার, হাসান ফেরদৌস, মেহেদী, আসিফ, তাহসিন ও নাসির ফুয়াদ।
এছাড়া বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্ট সমিতির কেন্দ্রীয় কমিটির পরিচালক মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, মেডিকেল শিক্ষার্থীদের হামলায় ওষুধের দোকানের মালিক-কর্মচারীদের মধ্যে অন্তত: ১৫জন আহত হয়েছেন। এর মধ্যে নয়জনের নাম পাওয়া গেছে। এরা হলেন, আল-আমিন, বিপ্লব, শাওন, ইসরাফিল, হৃদয়, সোহাগ, মোস্তফা ও মাসুদুর রহমান মাসুদ।
প্রত্যক্ষদর্শী, ওষুধের দোকানদার ও মেডিকেল শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় হাসপাতালের সামনের মেসার্স বিপ্লব মেডিসিন কর্ণারে একজন মেডিকেল শিক্ষার্থী কিছু ঔষুধ কিনতে যান। সেখানে ওষুধের মোট মূল্য হয় ৭০ টাকা। কিন্তু ওই সত্তর টাকার ঔষুধে ১০% কমিশন দিয়ে ৬৩ টাকা রাখার অনুরোধ জানান সবুজ সরকার নামের ওই মেডিকেল শিক্ষার্থী। কিন্তু মাত্র ৭০ টাকার ওষুধে কোন কমিশন নেয়ার সুযোগ নেই জানালে এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা হয়। এর কিছুক্ষণ পর আরও কিছু মেডিকেল শিক্ষার্থীকে নিয়ে ওই দোকানে এসে অবৈধ ঔষুধ বিক্রি হয়, ঔষুধের দাম বেশি রাখা হয় এমন মন্তব্য করে কেন ওষুধের দাম কম রাখা হলোনা এজন্য চাপ দেয়া হয়। এক পর্যায়ে আশপাশের ওষুধের দোকানদাররা এগিয়ে আসলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এক পর্যায়ে মেডিকেলের তিন শিক্ষার্থী আহত হওয়ার খবর ক্যাম্পাসে পৌঁছলে আরও শিক্ষার্থীরা একত্রিত হয়ে ওষুধের দোকানের ওপর হামলা চালানো হয়। খবর পেয়ে সেখানে সোনাডাঙ্গা মডেল থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ গেলে পুলিশের সামনেই ওষুধের দোকানদারদের দফায় দফায় হামলা চালায় মেডিকেল শিক্ষার্থীরা। পরে ঔষুধের দোকানদারদের সাথে এলাকাবাসী একত্রিত হয়ে পাল্টা হামলা করলে সংঘর্ষ তুমুল আকার ধারণ করে। গতরাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালের সামনের ঔষুধের দোকানগুলো বন্ধ ছিল এবং পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছিল।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন