১৯শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৩৯

শিরোনাম
অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত

খারকিভে রুশ হামলায় ভারতীয় শিক্ষার্থী নিহত

প্রকাশিত: মার্চ ১, ২০২২

  • শেয়ার করুন

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রুশ বোমাবর্ষণে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগৌদার। নবীন ভারতের কর্ণাটকের বাসিন্দা। তিনি খারকিভ ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র ছিলেন। খবর হিন্দুস্তান টাইমসের।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে গত কয়েক দিন ধরে তীব্র হামলা চালাচ্ছে রুশ বাহিনী।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘গভীর দুঃখের সঙ্গে আমরা নিশ্চিত করছি আজ সকালে খারকিভে বোমাবর্ষণে এক ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। মন্ত্রণালয় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।’

অরিন্দম বাগচি আরও জানান পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা রাশিয়া এবং ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে খারকিভ এবং অন্য সংঘাত কবলিত শহরে এখনও আটকে থাকা ভারতীয়দের জরুরি ভিত্তিতে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন।

টুইট বার্তায় বাগচি আরও লেখেন, ‘রাশিয়া এবং ইউক্রেনে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূতেরাও একই ধরনের পদক্ষেপ নিয়েছেন।’

ইউক্রেনের ভারতীয় দূতাবাস কিয়েভে অবস্থানরত সব ভারতীয় নাগরিকদের জরুরি ভিত্তিতে শহর ছাড়ার আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যে শিক্ষার্থী নিহতের খবর পাওয়া গেছে।

যুদ্ধ কবলিত ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে ভারত সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে। ইউক্রেনের প্রতিবেশী দেশগুলোর সীমান্ত ব্যবহার করে নাগরিকদের ফিরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত। আর এই প্রক্রিয়ায় সহায়তা দিতে পাঠানো হয়েছে সিনিয়র মন্ত্রীদের।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন