২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১০:১১

কয়রায় ৪২০ কেজি চিংড়িসহ ৩ জন আটক

প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩

  • শেয়ার করুন

কয়রা প্রতিনিধি : কয়রা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২২০ কেজি অবৈধ চিংড়ি মাছ সহ ৩ জনকে আটক করেছে। এ সময় নিকট থেকে তাদের ব্যবহত ২ টি ইজিবাইক জব্দ করা হয়।

জানা গেছে, গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলার ৬ নং কয়রা গ্রামের আব্দুল আজিজ মোল্লার বাড়ির সামনে থেকে এ সকল অবৈধ চিংড়ি মাছ সহ তাদেরেক আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন ৫নং কয়রা গ্রামের আজিজুর রহমান পাড়ের ছেলে তরিকুল ইসলাম, (২৭) ১ নং কয়রা মাঝেরআইট গ্রামের মহিউদ্দীন ঢালীর ছেলে (ইজিবাইক চালক) আবুল হাসান (২৪) ও ১নং কয়রা গ্রামের সালাম সালাম ঢালীর ছেলে (ইজিবাইক চালক) আবু ছিদ্দিক (২৪)। অভিযানকালে উপস্থিত ছিলেন কাশিয়াবাদ পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোঃ মেহেদী হাসান, এসআই দেলোয়ার হোসেন, এএসআই হাসমত আলী সহ পুলিশ সদস্যরা।

কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকৃতদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
অন্যদিকে প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনের নদীতে বিষ দিয়ে ধরা ২০০ কেজি চিংড়ি জব্দ করেছেন কয়রায় অবস্থিত কোবাদক স্টেশনের বনরক্ষীরা। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে এই মাছ জব্দ করা হয়।

চিংড়ি জব্দের সত্যতা নিশ্চিত করে কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন বলেন, সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের অধীনে আন্ধারমানিক নদীতে অভিযান চালিয়ে ২০০ কেজি চিংড়িসহ একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় ওই নৌকা থেকে তিন বোতল কীটনাশক ও নিষিদ্ধ ভেসালী জাল উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বিষ দিয়ে মাছ ধরার সঙ্গে জড়িত জেলেরা গহিন সুন্দরবনে পালিয়ে যান।

সাতক্ষীরা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এমকেএম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন