২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:৫২

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

কোভিড-১৯: ঢাকা ওয়াসা চেয়ারম্যানের মৃত্যু

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০

  • শেয়ার করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা ওয়াসার বোর্ড চেয়ারম্যান অধ্যাপক এম এ রশিদ মারা গেছেন।

রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশলের সাবেক অধ্যাপক রশিদের বয়স হয়েছিল ৬৭ বছর।
প্রায় দেড় মাস আগে কোভিড-১৯ সংক্রমণ শনাক্ত হওয়ার পর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানিয়েছেন।

তিনি বলেন, কোভিড-১৯ শনাক্ত হ‌ওয়ার পর গত ১৬ জুলাই থেকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন অধ্যাপক এম এ রশিদ। অবস্থা কিছুটা ভালো হলে ১ সেপ্টেম্বর তাকে কেবিনে নেওয়া হয়। সবশেষ নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ নেগেটিভ এসেছিল। কিন্তু ৩ সেপ্টেম্বর তার অবস্থা আবার খারাপ হয়।

“উনাকে আবার আইসিইউতে ভর্তি করা হয়। গত তিন-চার দিন ধরেই তার অবস্থা সঙ্কটাপন্ন ছিল। আজ মারা গেলেন। চিকিৎসকরা জানিয়েছেন কোভিডের কারণে তার কিছু অর্গান কর্মক্ষমতা হারিয়েছে।”

১৯৮৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক ছিলেন অধ্যাপক এম এ রশিদ। গত বছরের সেপ্টেম্বরে তাকে ওয়াসা বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয় সরকার।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন