২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ১২:৩৩

কেশবপুরে ৫জন গ্রেফতার

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৩

  • শেয়ার করুন

কেশবপুর প্রতিনিধি : কেশবপুর থানা পুলিশ ২আগস্ট রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত নারীসহ ৪ জন এবং অপহরণ মামলার এক আসামিকে গ্রেফতার করেছে।
জানা গেছে, কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী চাঁদড়া গ্রামের মৃত এনায়েত আলী মোড়লের ছেলে আনিচুর রহমান (৫০), হাফিজুর রহমান (৪৫), আনিচুর রহমানের স্ত্রী শিউলি বেগম (৪২) ছেলে ইমরুল হাসান জনি (২৫) ও অপহরণ মামলার আসামি সুফলাকাটি গ্রামের ফজর আলী মোড়লের ছেলে ইমদাদুল হক ইন্দা (২১) কে গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভূক্ত ৪জন এবং অপহরণ মামলায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের ৩আগস্ট সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন