৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,বিকাল ৩:০৮

কেডিএ’র নতুন চেয়ারম্যান ব্রি. জেনারেল মিরাজুল ইসলাম

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১

  • শেয়ার করুন

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) নব-‌নিযুক্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম।

বুধবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক‌টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অপরদিকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল ইসলামকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। এজন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।

উল্লেখ্য, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি স্বায়ত্বশাসিত সেবাধর্মী প্রতিষ্ঠান ৷ পরিকল্পিত নগরায়ন ও আধুনিক খুলনা গড়ার প্রতিশ্রুতি নিয়ে ১৯৬১ সালের ২১ জানুয়ারি এই প্রতিষ্ঠানের সৃষ্টি ৷ জন্মের সূচনালগ্ন থেকেই কেডিএ অর্ডিন্যান্স ১৯৬১ এর ক্ষমতাবলে প্রতিষ্ঠানটি নগর পরিকল্পনা, উন্নয়নে অংশগ্রহণ এবং অপরিকল্পিত উন্নয়ন নিয়ন্ত্রণের উদ্দেশ্য নিয়ে কাজ করে থাকে ৷

নগর পরিকল্পনার পাশাপাশি আধুনিক ও পরিকল্পিত খুলনা শহর বিনির্মাণে কেডিএ’র রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। আবাসন সমস্যার সমাধান, বাণিজ্যিক ও অর্থনেতিক সুযোগ সুবিধা সৃষ্টি, যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থা সহজতরকরণ ইত্যাদি নাগরিক সুবিধা প্রদানের উদ্দেশ্যে খুউক উল্লেখযোগ্য সংখ্যক পরিকল্পিত আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকার উন্নয়ন, সড়ক নির্মাণ, মার্কেট নির্মাণ, বাসটার্মিনাল নির্মাণ, কমিউনিটি সেন্টার নির্মাণ, শিশুপার্ক নির্মাণসহ ৫০টিরও বেশি জনকল্যাণমূলক প্রকল্প সাফল্যের সাথে বাস্তবায়ন করেছে। ফলে খুলনা মাস্টারপ্ল্যান এলাকায় নগরায়নের নতুন ধারার সৃষ্টি হয়েছে।

কেডিএ আইন ২০১৮ এর আলোকে কেডিএর চেয়ারম্যান, বোর্ড সদস্যবৃন্দ এবং ১০টি শাখার অধীনে ২৫৯ জন জনবল নিয়ে কেডিএ তার আওতাধীন ৮২৪ বর্গকিলোমিটার (নওয়াপাড়া হতে মংলা পর্যন্ত) এলাকার জনগণের উন্নয়নের জন্য কাজ করে থাকে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন