১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,দুপুর ১২:১৮

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

কুষ্টিয়ায় নারী, পুরুষ ও শিশুকে প্রকাশ্যে গুলি করে হত্যা

প্রকাশিত: জুন ১৩, ২০২১

  • শেয়ার করুন

কুষ্টিয়ায় দিনেদুপুরে এক নারী ও শিশুসহ তিনজনকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার বেলা ১১টার দিকে শহরের কাস্টমস মোড়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় জড়িত একজনকে পুলিশ আটক করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে এক নারী ঘটনাস্থলেই মারা যান। তার বয়স আনুমানিক ৩৫ বছর। অন্যদিকে গুলিবিদ্ধ অবস্থায় অপর এক পুরুষ (৩৫) ও চার বছরের শিশুকে হাসপাতালে আনা হয়। কিছুক্ষণ পর তাদের দুজনের মৃত্যু হয়। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। স্থানীয়রা ধারণা করছেন, নিহত পুরুষ ও নারী স্বামী-স্ত্রী হতে পারেন। আর শিশুটি তাদের সন্তান।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলাকারীকে পুলিশ আটক করেছে।

এদিকে কেন কী কারণে এ তিনজনকে হত্যা করা হয়েছে সে সম্পর্কে কিছুই জানাতে পারেনি পুলিশ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন