প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১
কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাতকে আটক করেছে জনতা।
স্থানীয়রা জানায়, শনিবার (২৩ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার জানিপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামে ৮/৯ জনের একটি ডাকাতদল স্থানীয় লক্ষির বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এ সময় গ্রামবাসী তাদের চ্যালেঞ্জ করে। এক পর্যায়ে ডাকাত দলের সদস্য স্বজল ও রাজিবকে একটি দেশিয় আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড বন্দুকের কার্তুজসহ আটক করে। বাকিরা পালিয়ে যায়। আটক ডাকাতদের রাতেই পুলিশে দেওয়া হয়।
আগ্নেয়াস্ত্রসহ আটক স্বজল পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গী গ্রামের অনাথ আলী শেখের ছেলে এবং রাজিব সরিষা গ্রামের মৃত মজিদ শেখের ছেলে।
এ ব্যাপারে খোকসা থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, রাত আড়াইটার দিকে স্থানীয় জনতার ধাওয়া খেয়ে ডাকাতরা ঈশ্বরদী গ্রামের পর্ণব দেবের বাড়ির টয়লেটে আশ্রয় নেয়। সেখান থেকে জনতা তাদের আটক করে পুলিশে দেয়।
আটককৃতরা কুষ্টিয়া ও রাজবাড়ী দুই জেলার সীমান্তের গ্রামগুলোতে ডাকাতি করে আসছে। গত কয়েক মাসে কমপক্ষে ৫ ডাকাতকে জনতা আটক করে থানা পুলিশে দিয়েছে।
আটকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।