প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫
কয়রা প্রতিনিধি : কয়রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রব্বানীর পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩০ মার্চ দুপুরে কয়রা মধুর মোড়ে সাধারণ ছাত্র জনতা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার আহ্বায়ক গোলাম রব্বানী বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় কয়রার সাধারণ ছাত্র জনতা তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার আহ্বায়ক গোলাম রব্বানীর বিরুদ্ধে চাঁদাবাজি, জুলাই গণঅভ্যুত্থান নিষ্ক্রিয় থেকেও আহ্বায়ক পদে বহাল ও নানামুখী বিতর্কিত ভূমিকার কারণে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মানববন্ধন করে সাধারণ ছাত্র জনতা।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা আহ্বায়ক গোলাম রব্বানী জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলের নামে বিভিন্ন মহল থেকে চাঁদাবাজি করেছে। কয়রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর কোন কমিটি না থাকায় ও এনসিপির নামে টাকা তুলে নিজে এবং তারই অনুসারী মাদ্রাসা শিক্ষক আব্দুর রউফ আত্মসাৎ করেছে।
মানববন্ধ থেকে গোলাম রব্বানী বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকায় সাধারণ ছাত্র জনতা তাকে অবাঞ্চিত ঘোষণা করে এবং তার পদত্যাগের দাবি জানায়।
সাধারণ ছাত্র জনতার একটাই দাবি কয়রায় কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজের ঠাঁই নাই সে যেই হোক না কেনো।কয়রার মাটি পবিত্র মাটি এই মাটিকে যেই অপবিত্র করার চেষ্টা করবে তার বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা রুখে দাঁড়াবে।