কয়রা প্রতিনিধি : কয়রায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রব্বানীর পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ৩০ মার্চ দুপুরে কয়রা মধুর মোড়ে সাধারণ ছাত্র জনতা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার আহ্বায়ক গোলাম রব্বানী বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকায় কয়রার সাধারণ ছাত্র জনতা তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার আহ্বায়ক গোলাম রব্বানীর বিরুদ্ধে চাঁদাবাজি, জুলাই গণঅভ্যুত্থান নিষ্ক্রিয় থেকেও আহ্বায়ক পদে বহাল ও নানামুখী বিতর্কিত ভূমিকার কারণে অবাঞ্ছিত ঘোষণার দাবিতে মানববন্ধন করে সাধারণ ছাত্র জনতা।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়রা উপজেলা আহ্বায়ক গোলাম রব্বানী জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলের নামে বিভিন্ন মহল থেকে চাঁদাবাজি করেছে। কয়রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর কোন কমিটি না থাকায় ও এনসিপির নামে টাকা তুলে নিজে এবং তারই অনুসারী মাদ্রাসা শিক্ষক আব্দুর রউফ আত্মসাৎ করেছে।
মানববন্ধ থেকে গোলাম রব্বানী বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকায় সাধারণ ছাত্র জনতা তাকে অবাঞ্চিত ঘোষণা করে এবং তার পদত্যাগের দাবি জানায়।
সাধারণ ছাত্র জনতার একটাই দাবি কয়রায় কোন চাঁদাবাজ, দুর্নীতিবাজের ঠাঁই নাই সে যেই হোক না কেনো।কয়রার মাটি পবিত্র মাটি এই মাটিকে যেই অপবিত্র করার চেষ্টা করবে তার বিরুদ্ধে সাধারণ ছাত্র-জনতা রুখে দাঁড়াবে।
উপদেষ্টা সম্পাদকঃ এস এম নজরুল ইসলাম
সম্পাদক ও প্রকাশকঃ শেখ তৌহিদুল ইসলাম
বার্তা সম্পাদকঃ মো: হুমায়ুন কবীর
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ৩১ বি কে রায় রোড,খুলনা।
প্রধান কার্যালয়ঃ বাড়ি নং-২৮, রোড নং-১৪, সোনাডাঙ্গা আ/এ (২য় ফেজ) খুলনা থেকে প্রকাশিত ও দেশ প্রিন্টিং এন্ড পাবলিকেশন, ৪০ সিমেট্রি রোড থেকে মুদ্রিত।
যোগাযোগঃ ০১৭১৩-৪২৫৪৬২
ফোন : ০২-৪৭৭৭২১০০৫, ০২-৪৭৭৭২১৩৮৩
ই-মেইলঃ dailytathaya@gmail.com
কপিরাইট © দৈনিক তথ্য । সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত