প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫
কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৭ হাজার ৫০০ শত টাকা সহ মােঃ নুরুল আলম টুটুল নামের এক ব্যাক্তিকে আটক করেছে। আটক টুটুল উপজেলার দক্ষিন মদিনাবাদ (মােড়ল পাড়া) গ্রামের মােঃ নজরুল ইসলাম মােড়লের ছেলে।
পুলিশ সুত্রে জানা গেছে, কয়রা থানার অফিসার ইনচার্জ এর দিকনির্দেশনায় এস আই বিজন, এস আই তারেক ও এ এসআই নাসির উদ্দীন এর নেতৃত্বে গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল শুক্রবার (১১ এপ্রিল) বেলা সাড়ে বারটার দিকে টুটুলকে তার বাড়ির সামনে থেকে গাঁজা ও নগদ টাকা সহ আটক করে।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিএম ইমদাদুল হক বলেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, সাজাপ্রাপ্ত আসামী ও মাদকের সাথে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে। এ সকল ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে।