১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১১:২০

শিরোনাম
খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক

কপিলমুনিতে সপ্তম শ্রেণির ছাত্রী ধর্ষণ ঘটনায় থানায় মামলা, ধর্ষক গ্রেপ্তার

প্রকাশিত: মে ২, ২০২৪

  • শেয়ার করুন

কপিলমুনি প্রতিনিধি:

কপিলমুনিতে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় মাহাবুবুর রহমান মোড়ল (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রীর নানী বাদী হয়ে বুধবার পাইকগাছা থানায় একটি ধর্ষণ মামলা করেছে। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার রহিমপুর আবাসন কেন্দ্রে। পুলিশ, এলাকাবাসী ও মামলার বাদী আরিফা বেগম বলেন, রবিবার (২৮ এপ্রিল) বিকাল ৫ টার দিকে আমার সপ্তম শ্রেণীতে পড়ুয়া নাতনি কে আবাসনের ঘরে একা রেখে আমি পানি আনতে যাই। এ সময় উলুডাঙ্গা এলাকার জনৈক মফেল মোড়লের পুত্র মাহাবুবুর রহমান আমার নাতনিকে একা পেয়ে ঘরের ভিতরে ঢুকে ধর্ষণ করে। এরপর বাড়িতে এলে নাতনি আমাকে সব খুলে বলে। আমি সাথে সাথে আমার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার সন্ধ্যায় পাইকগাছা থানা পুলিশকে বিষয়টি অবগত করি। ওই রাতেই পুলিশ মাহবুরকে গ্রেপ্তার করে। সর্বশেষ এ ঘটনায় পাইকগাছা থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে। মামলা নং-০১, তারিখ- ০১/০৫/২০২৪। এব্যাপারে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান ও হরিঢালী ক্যাম্প পুলিশের ইনচার্জ সঞ্জিত কুমার বিশ্বাস বলেন, মামলার সূত্র ধরে ধর্ষক মাহবুরকে গ্রেফতার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে ঐ ছাত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন