প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৪
ঢাকা, ০৪ ফেব্রুয়ারি: ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা গলফ ক্লারের ব্যাংকুয়েট হলো ০৩ ফেব্রুয়ারি, শনিবার বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওরিয়ন ৩৭তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সাহাব উদ্দিন ওরিয়ন ৩৭তম বাংলাদেশ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপ ২০২৪ পুরুষ একক এর শিরোপা জয় করেছেন। শেষ রাউন্ডে পারের চেয়ে ২ স্ট্রোক কম খেলে তিনি শিল্পোপা বিজয় নিশ্চিত করেছেন। তার চার রাউন্ডের ফলাফল যথাক্রমে ৭৩+৭১+৭৪+৭০ ২৮৮ যা সর্বমোট পারের সমান।
বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক আবু বকর সিদ্দিক রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন। তাঁর চার রাউন্ডের ফলাফল যথাক্রমে ৭১ + ৭২ + ৭৪ + ৭৩ = ২৯০ যা পারের চেয়ে ০২ স্ট্রোক বেশি। শ্রীলংকার গলফার উচিধা আকাশ প্রিয়ামাছা রানসিনহে আরাসিসে (টপযরঃযধ অশধংয চৎরুধসধহঃযধ জধহধংরহমযব অৎধপযপযরমব)
পারের চেয়ে ০৫ স্ট্রোক বেশি খেলে ৩য় স্থান অধিকার করেছেন।
মহিলা দলগত ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক নাসিমা আখতার ও সৈনিক জাকিয়া সুলতানা এর সমন্বয়ে গঠিত বাংলাদেশ মহিলা ‘এ’ দল শিরোপা অর্জন করেছে। পারের চেয়ে ৩১ স্ট্রোক বেশি খেলে ১৬০ + ১৫৯ = ৩১৯ এস স্কোর নিয়ে তাঁরা এই শিরোপা নিশ্চিত করেন। মালয়েশিয়ার পুত্রি নাতাশা আমিরা বিনতি রুজলি (চঁঃৎর ঘধঃধংযধ অসববৎধ ইরহঃর জড়ংষবব) এবং আনিশা ইভা ভেলু (অহবংংযধ ঊাধ ঠবষঁ) এর সমন্বয়ে গঠিত মালয়েশিয়ার মহিলা দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। তাঁদের দুই রাউন্ডের সর্বমোট গ্রস স্কোর ১৫৫ + ১৭০ = ৩২৫ যা পারের চেয়ে ৩৭ টোক বেশি।
মহিলা এককে মালয়েশিয়ার পুত্রি নাতাশা আমিরা বিনতি রুজলি পারের চেয়ে ১১ স্ট্রোক বেশি খেলে ৮১+৭৪ = ১৫৫ স্কোর নিয়ে ১ম স্থান অধিকার করেছেন। বাংলাদেশ মহিলা গলফার সৈনিক জাকিয়া সুলতানা পারের চেয়ে ১৫ টোক বেশি খেলে ৮২ + ৭৭ = ১৫৯ স্কোর নিয়ে ২য় স্থান অধিকার করেছেন।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, স্পন্সরগণ, আর্মি গলফ ক্লারের সদস্যবৃন্দ, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, খেলোয়াতৃকন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।