২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার,রাত ৩:০৭

উপমন্ত্রীর মনোনয়ন দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : দ্বাদশ সংসদ নির্বাচনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপিকে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে পুনরায় মনোনয়নের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (১৬ অক্টোবর) বিকেলে মোংলা-খুলনা মহাসড়কের জিরো পয়েন্টে এ মানববন্ধন করেন তারা। বাগেরহাটের রামপাল মহিলা আওয়ামীলীগের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোল্লা আব্দুর রউফ, রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার গোলদার, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন ও বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির।

বক্তরা এসময় বলেন, গত ১৫ বছরে বেগম হাবিবুন নাহার এমপি থাকাকালীন এ এলাকার মানুষ শান্তিতে বসবাস করেছেন। তার আগে তালুকদার আব্দুল খালেক এমপি থাকাকালীনও একই পরিবেশ বজায় ছিল। এই পরিবারের বাইরে এখানে কাউকে মনোনয়ন দেয়া হলে শান্তির পরিবেশ নষ্টসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাবে। তাই রামপাল- মোংলায় হাবিবুন নাহারের বিকল্প নাই উল্লেখ করে তারা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে পুনরায় মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর কাছে অনুষ্ঠিত সমাবেশ থেকে অনুরোধ জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন