১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,বিকাল ৫:২২

ঈদ যাত্রা নিরাপদ করতে র‌্যাব-৬ এর কঠোর অবস্থান

প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫

  • শেয়ার করুন

তথ্য প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে যাত্রীসেবা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-(র‌্যাব)-৬।

র‌্যাব-৬ এর অধিনায়ক আজ দুপুরে খুলনা শহরের সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, নিউ মার্কেট এলাকা, রেলওয়ে স্টেশন, খুলনা সার্কিট হাউজ ঈদগা ময়দান, খুলনা লঞ্চ টার্মিনালসহ বিভিন্ন গুর্ত্বুপূর্ণ স্থান ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলার অবস্থা পর্যবেক্ষণ করেন।

তিনি বলেন, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে র‌্যাব-৬ এর আওতাধীন জেলাগুলোতে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে বিভিন্ন জনবহুল এলাকায় নিয়মিত টহল এবং সাদা পোশাকে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করা হয়েছে। ঘরমুখো মানুষ যেন নিরাপদে ও নির্বিঘ্নে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের লক্ষ্যে তাদের বাড়িতে পৌছাতে পারে এজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ডাকাতি, চুরি, ছিনতাই, মলম পার্টি, অজ্ঞান পার্টিসহ কোন অনাকাঙ্খিত পরিস্থিতিতে যেন না পড়ে সেজন্য গুরুত্বপূর্ণ এলাকা বিশেষ করে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড, ঢাকা খুলনা মহাসড়কসহ অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিকেট সিন্ডিকেট, কালোবাজারী প্রতিরোধে তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় এবং যেকোনো ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোষ্ট পরিচালনা করা হচ্ছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন