২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৪:০৮

ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূতের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন মহাসচিবের সাক্ষাত

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১

  • শেয়ার করুন

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিকগণ হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা ও মৃত্যুর ঘটনা দুঃখজনক। যারা মানুষের ভোটাধিকার প্রয়োগে বাধা ও ভীতি সৃষ্টি করে তারা প্রকৃত রাজনীতিবিদ নয়। গণতন্ত্র, আইনের শাসন ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে মানুষের মতামত ও বাক স্বাধীনতার বিকল্প নেই।
সেমাবার (২২ নভেম্বর ২০২১) বিকেলে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়ন দূতাবাসে রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সাথে সৌজন্য সাক্ষাতে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী এসব কথা বলেন।
এ সময় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিকগণ কোন প্রকার হস্তক্ষেপ করতে আগ্রহী নয়। তিনি বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন, ৮ বছর পূর্বে আমি দূতাবাসে কর্মরত ছিলাম। অভিজ্ঞতার আলোকে বলতে পারি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশের উন্নয়ন ও অর্থনৈতিক সম্বৃদ্ধি করছেন তা অবশ্যই প্রশংসনীয়। এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি হেড অব মিশন জেরেমি ওপ্রিটেসকো, রাজনৈতিক প্রথম সচিব এডুয়ার্ড ইভান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন