২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১০:৩৩

আসন্ন ইউপি নির্বাচনে ভোমরা ইউনিয়নে নৌকার টিকিট পেলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা) : দ্বিতীয় ধাপের ইউনিয়ন
পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হচ্ছে ১১ নভেম্বর ২০২১। এ লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি
গ্রহণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এরই মধ্যে ইউনিয়ন পরিষদ
নির্বাচনের মনোনয়ন-প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী
লীগ। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় সাতক্ষীরা সদর
উপজেলার ১৪ টির মধ্যে ১৩টি ইউনিয়নে নৌকার প্রার্থী চূড়ান্ত করা
হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের ঘোষণা অনুযায়ী
সাতক্ষীরা সদর উপজেলার ৬ নং ভোমরা ইউনিয়নে এবার নৌকার টিকিট
পেয়েছে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভোমরা ইউনিয়ন
আওয়ামী লীগের এক নম্বর কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম।
এরই ধারাবাহিকতায় ১০ অক্টোবর ২০২১ রোজ রবিবার সকালে আগামী ১১
নভেম্বর ২০২১ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬ নং ভোমরা
ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল ইসলাম নৌকা
প্রতীক পাওয়ায় ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামীলীগসহ
অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন। পরে তিনি
মোটরসাইকেল র‌্যালি দিয়ে ৬ নং ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর বাজার,
চৌবাড়িয়া, শাঁখরা বাজার, ভোমরা স্থলবন্দরসহ বিভিন্ন এলাকায়
গণসংযোগ ও মত বিনিময় সভা করেন। সকাল থেকে গনসংযোগ ও মত
বিনিময়কালে তার সাথে ছিলেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি
আব্দুল গফুর, সাধারন সম্পাদক আনারুল ইসলাম গাজীসহ ইউনিয়ন
আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীসহ আওয়ামী লীগের
অঙ্গসংগঠনের ইউনিয়ন ও ওয়ার্ডের নেতা কর্মীরা। মত বিনিময়কালে নৌকার
মাঝি শহিদুল ইসলামসহ নেতাকর্মীরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দলমত
নির্বিশেষে নৌকার পক্ষে কাজ করার আহŸান জানান এবং ভোট দাবী করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন