২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ১:১৬

আধুনিক ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২২

  • শেয়ার করুন

এক সময়ের নেতৃত্বের প্রতিদ্বন্দ্বী লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হয়েছেন যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক। ক্ষমতাসীন কনজারভেটিভ দলের প্রধান নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রী বনে গেছেন তিনি। বাকি এখন আনুষ্ঠানিকতা।

ঋষি সুনাক প্রথম ভারতীয় বংশোদ্ভূত, যিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিতে যাচ্ছেন। একই সঙ্গে আধুনিক ইতিহাসে ব্রিটেনের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রীর তকমা জুটেছে ৪২ বছরের ঋষির কপালে।

যুক্তরাজ্যের সাউদাম্পটনে একটি ভারতীয় পরিবারে ১৯৮০ সালের ১২ মে ঋষি সুনাকের জন্ম। মা ফার্মাসিস্ট, বাবা ন্যাশনাল হেলথ সার্ভিসে কাজ করতেন।

রিচমন্ডের এমপি ঋষি ডেভিড ক্যামেরন থেকে এক বছরের ছোট। ক্যামেরন যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, তখন তার বয়স ছিল ৪৩ বছর। ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী হওয়ার সময় টনি ব্লেয়ারও ছিলেন ৪৩ বছরের।

প্রাক আধুনিক যুগে ঋষির চেয়ে কম বয়সে প্রধানমন্ত্রী হয়েছিলেন আরও একজন। ১৭৮৩ সালে উইলিয়াম পিট যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন, তখন তার বয়স ছিল কেবল ২৪।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন