১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:৪৩

আকুলকে আটক ও বহিস্কার করায় শার্শা ছাত্রলীগের আনন্দ মিছিল।

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল।
আটটি বিদেশি পিস্তলসহ ডিবি পুলিশের হাতে আটক যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনকে কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক সাময়িক বহিস্কার করায় বেনাপোলে আনন্দ মিছিল হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় শার্শা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ মিছিলে অংশ নেন। মিছিলটি বেনাপোল বন্দর এলাকাসহ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আনন্দ মিছিলে নেতৃত্ব দেন শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার। মিছিল শেষে বাজারের ডাব্লু মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক খলিলুর রহমান। বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন রাসেল, যুবলীগ নেতা জাকির হোসেন, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ও ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন। নেতৃবৃন্দ বলেন, অস্ত্রসহ আটক ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করতে হবে। একজন অস্ত্র ব্যবসায়ী কখনই ছাত্র নেতা হতে পারে না। এদের কারণে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। নেতৃবৃন্দ অস্ত্র ব্যবসায়ী আকুলের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ০৭/০৯ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন