১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৬:৫৩

শিরোনাম
খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক

আইএসএ সভাপতি হওয়ায় রিয়ার অ্যাডমিরাল (অবঃ) মোঃ খুরশেদ আলমকে অভিনন্দন জানিয়েছন “আমরা অবসরপ্রাপ্ত নবিক”

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২০

  • শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, মোসলেহউদ্দিন (তুহিন)ঃ  বাংলাদেশের প্রখ্যাত আন্তর্জাতিক সামুদ্রিক বিশেষজ্ঞ রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) মোঃ খুরশেদ আলম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) মহোদয়কে আন্তর্জাতিক বিদেশী সামুদ্রিক কর্তৃপক্ষ (আইএসএ) কাউন্সিলের ২৬ তম অধিবেশনে দ্বিতীয়বার সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। গত রবিবার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে একথা জানান।

এই কাউন্সিলের সভাপতিত্ব করার জন্ রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম অসামান্য ক্যারিয়ার এবং বিশিষ্ট যোগ্যতার পরিচয়ের মাধ্যমেই আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আস্থা ও আত্মবিশ্বাসের সত্যিকারের স্বীকৃতি পেয়েছেন। বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন এবং গর্বের বিষয়।  যাহা প্রকৃতপক্ষে বিদেশ মিশনের জন্য আমাদের দেশের পক্ষে একটি অন্যতম কূটনৈতিক সাফল্য।

আইএসএ-এর সদর দফতর কিংস্টন (জ্যামিকা) ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল । ১৯৮২ সালে সমুদ্র আইন সম্পর্কিত জাতিসংঘের কনভেনশন অনুসারে এবং মানব সভ্যতার অধিকতর বিকাশের লক্ষে জাতীয় সমুদ্রসীমা ছাড়িয়ে গভীর সমুদ্র হতে খনিজ সম্পদ আহরণের লক্ষ্যে সৃষ্টি হয়েছিল । আইসএ-র গভীর সমুদ্রে ক্ষতিকারক কার্যকর  প্রভাবগুলো থেকে সামুদ্রিক পরিবেশকে সুরক্ষা নিশ্চিত করার মূল উদ্দেশ্যে ছিল এ ম্যান্ডেট ।

রিয়ার অ্যাডমিরাল (অবসরপ্রাপ্ত) মোঃ খুরশেদ আলম এর আগে ২০১৬ সালের ১৬৮ সদস্যের ২২ তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন, যা আন্তর্জাতিক সমুদ্র সৈকত কর্তৃপক্ষের (আইএসএ) পদে বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো নির্বাচিত হয়েছিলেন।

আমরা অবসরপ্রাপ্ত নাবিক” সংগঠনের পক্ষ হতে রিয়ার অ্যাডমিরাল (অবঃ) মোঃ খুরশেদ আলমের  অসাধারণ কৃতিত্বের জন্য অভিনন্দন জানানো হয় ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন