২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,দুপুর ১:৪৫

অবশেষে ট্রায়ালের পরীক্ষার ফলাফলে অক্সফোর্ডের টিকা নিয়ে পাওয়া গেল বড় সুখবর

প্রকাশিত: জুলাই ২০, ২০২০

  • শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীদের তৈরি করোনা ভাইরাসের (কোভিড-১৯) টিকাটি ব্যবহারে নিরাপদ ও এটি গ্রহণকারীদের দেহে ভাইরাসটির বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম।সোমবার প্রকাশিত টিকাটির প্রথম দফা ক্লিনিকাল ট্রায়ালের পরীক্ষার ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।এ খবর দিয়েছে বিবিসি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, আজ সোমবার অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিনটির পরীক্ষামূলক প্রয়োগের অগ্রিম ফলাফল প্রকাশ করা হয়। বলা হচ্ছে, প্রাথমিকভাবে ১ হাজার ৭৭ জন মানুষের ওপর ভ্যাকসিনটি প্রয়োগ করা হয়। ইনজেকশনের মাধ্যমে ভ্যাকসিনটি মানবদেহে প্রয়োগ করা হয়। তাতে দেখা গেছে, ভ্যাকসিনটি নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে মানবদেহের রোগ প্রতিরোধক্ষমতাকে উপযুক্ত করে তুলতে সহায়তা করে। একই সঙ্গে তৈরি করে প্রয়োজনীয় অ্যান্টিবডি ও শ্বেত রক্তকণিকা, যা নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সক্ষম।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন