১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১:৫৫

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

অধ্যক্ষ হারুন আর রশিদের মাগফিরত কামনায় দোয়া মাহফিল

প্রকাশিত: জুন ১২, ২০২০

  • শেয়ার করুন

সুন্দরবন সরকারি আদর্শ মহাবিদ্যালয় ও সাতক্ষীরা সরকারি মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক এইচ হারুন আর রশিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ঢাকা, খুলনা ও চট্টগ্রামে মসজিদে তার স্বজনরা এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

প্রয়াত অধ্যক্ষ হারুন আর রশিদ ৭ জুন (রোববার) বিকাল ৩টায় ঢাকাস্থ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি বাগেরহাটের মোংলা উপজেলার আমড়াতলা গ্রামে ১৯৪৫ সালের ৩০ জুন  সম্ভ্রান্ত হাওলাদার পরিবারে জন্ম গ্রহন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী বেগম রোকেয়া শামসুন নাহার, এক মেয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড আয়শা আখতার, জামাই একই বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড জি এম সাদিকুল ইসলাম, দুই ছেলে মামুন আর রশিদ ও আরাফাত রশিদ সহ অসংখ্য গুনগ্রাহী শিক্ষার্থী রেখে গেছেন।

তিনি বাগেরহাটের পেড়িখালী পি ইউ মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারী পি. সি. কলজে হতে এইচএসসি সমাপ্ত করে ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন। সাফল্যের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অনার্স ও মার্ষ্টাস শেষ করে, ইসলামাবাদ হতে এম ফিল ডিগ্রী অর্জন করে সরকারী কর্মকমিশনের মাধ্যমে ১৯৭১ সালে খুলনার ঐতিহ্যবাহী ব্রজলাল (সরকারি বি. এল.) কলেজে শিক্ষকতায় যোগদান করেন। সুদীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি পরবর্তীতে পিরোজপুরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও বরিশাল বি. এম. কলেজ এ শিক্ষকতা করেন। পরবর্তীতে সাতক্ষীরার তালা সরকারি কলেজের উপাধ্যক্ষ্য, ঢাকা কলেজ এর পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এবং সর্বশেষ খুলনার সুন্দরবন সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে ২০০৪ সালে অবসর গ্রহন করেন। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ থাকাকালীন সময়ে ২০০২ সালে তিনি শ্রেষ্ঠ অধ্যক্ষের খেতাবে ভুষিত হন। অবসর গ্রহনের পর তিনি ২০১০ সালে হজ্জব্রত পালন করেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন