২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৯:২৫

শিরোনাম
খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম

২৩ লাখ ঘুষের টাকাসহ বেনাপোলের কাস্টমস কর্মকর্তা আটক।

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২

  • শেয়ার করুন

 

মিলন হোসেন বেনাপোল,
বেনাপোল কাস্টমস হাউজে কর্মরত রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেন কে ২৩ লাখ ঘুষের টাকাসহ বিমানবন্দরে আটক করেছে ডিজিএফ আই।

বৃহস্পতিবার সকালে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়।আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করে বেনাপোল কাস্টমসের হেফাজতে দেওয়া হয়েছে।তারা আইনগত ব্যবস্থা নেবে বলে ওই গোয়েন্দা সংস্থা বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রে জানা গেছে, মুকুল হোসেন ঢাকার উদ্দেশে যশোর বিমানবন্দরে আসেন। সেখান থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা তার।কিন্তু ওই গোয়েন্দা সংস্থার সদস্যরা আগে থেকেই ‘টাকা পাচারের’ খবর পেয়ে বিমানবন্দরে অবস্থান নেন। মুকুল বিমানবন্দরে আসার পর তাকে ২৩ লাখ টাকাসহ আটক করা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য মুকুলকে ঢাকায় নেয়া হয়। ঢাকায় তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। বেনাপোল কাস্টমস হাউসের হাতে তুলে দেওয়া হয়েছে।
মুকুল হোসেনের বাড়ি টাঙ্গাইলে বলে জানা গেছে।
বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার উক্ত ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠনপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

সহকারী রাজস্ব কর্মকর্তা খন্দকার মুকুল হোসেন এর সাথে আরেক জন রাজস্ব কর্মকর্তা সাইফুল ইসলাম জড়িত রয়েছেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন