২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,রাত ১১:০৫

সাধারন সভা ও নির্বাচনের দাবিতে ভোমরা বন্দর দু’টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের বিক্ষোভ মিছিল, পথসভা ও সমাবেশ 

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১

  • শেয়ার করুন

সীমান্ত ব্যুরো, সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের দু’টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের অধিকার ও তাদের ন্যায্য পাওনা নিয়ে চলছে কৌশল যুদ্ধ। হ্যান্ডলিং শ্রমিকরা শ্রমক্ষেত্রে তাদের ন্যায্য অধিকার থেকে হচ্ছে বঞ্চিত। একটি মহল বিপুল পরিমান অবৈধ অর্থ ছড়িয়ে ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা-১১৫৫ এবং ভোমরা বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজি: নং- ১১৫৯ দু’টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাহী ক্ষমতার চেয়ার দখল করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে বন্দর এলাকায়। অদৃশ্যভাবে ঘোষিত নতুন কমিটি গঠনের খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকালে ভোমরা বন্দর দু’টি হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা সাধারন সভা আর নির্বাচনের দাবিতে পথে নেমে পড়ে। ন্যায্য শ্রমাধিকার প্রাপ্তির দাবি অটল রেখে বন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পথসভা করেছে হ্যান্ডলিং শ্রমিকরা। বন্দরে শ্রমিকদের বিক্ষোভ ও বিশৃঙ্খলার খবর পেয়ে সদর থানা অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেনের নির্দেশে এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনটেলিজেন্স) আজিজুর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে চলে আসে পুলিশের একটি পরিদর্শন টিম। শ্রমিক ইউনিয়ন কার্যালয় সম্মুখে ক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও ভোমরা বিট অফিসার মানিক সাহা। এ ব্যাপারে এসআই মানিক সাহার নিকট জানতে চাইলে তিনি বলেন, মঙ্গলবার সকাল ৯ টার সময় আমাদের কাছে একটি খবর আসে যে, ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন অফিস কার্যালয়ের সামনে শ্রমিকরা জড়ো হয়ে তাদের দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করছে। ঘটনাস্থলে এসে দু’টি শ্রমিক ইউনিয়নের বিক্ষিপ্ত শ্রমিক ও শ্রমিক নেতাদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়। এক পর্যায়ে শ্রমিক নেতারা ১৭ই সেপ্টেম্বর সাধারন সভা ঘোষনা দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা সন্তুষ্ট হয়ে নিজ নিজ কর্মে যোগ দেয়। এছাড়া নবগঠিত কমিটির কোনো তথ্য প্রমাণ পুলিশ প্রশাসনের নিকট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে কমিটি গঠনের কোনো তথ্য প্রমাণভিত্তিক কাগজপত্র নাই। শ্রমিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার এক পর্যায়ে সমস্যা সমাধানের পর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও তিনি জানান। এদিকে ভোমরা বন্দর গোডাউন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা-১১৫৯ এর সাধারন সম্পাদক তরিকুল ইসলাম শ্রমিক সমাবেশে জানান, যারা বর্তমান কমিটিতে দায়িত্বরত আছে তাদের বাদ দিয়ে গোপনে অবৈধভাবে একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। কিন্তু শ্রমিকরা এই মনগড়া কমিটি মেনে নিতে নারাজ। শ্রমিকদের দাবি সাধারন সভার মাধ্যমে তফসিল ঘোষনা করে গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করা। এই ষড়যন্ত্র প্রতিহত করতে শ্রমিকদের সাথে নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। এ ব্যাপারে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: নজরুল ইসলামকে বিষয়টি অবগত করলে তিনি সাধারন সভা দেওয়ার নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে ১৭ই সেপ্টেম্বর ২০২১ তারিখে হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সাধারন সভার ঘোষনা দেওয়া হয়। এদিকে ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন রেজি: নং- খুলনা-১১৫৫ এর সাধারন সম্পাদক মাসুদ আলম সাংবাদিকদের জানান, আমরা মঙ্গলবার সকালে একটা গুজব পাই যে, তারা বিভিন্ন মহলে টাকা ছড়িয়ে একটা এ্যাডহক কমিটি নিয়ে আসে। কিন্তু সাধারন শ্রমিকরা এই এ্যাডহক কমিটি মানে না। তারা চায় একটা ফেয়ার নির্বাচন। কিন্তু ওই এ্যাডহক কমিটি যদি জোরপূর্বক হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন দখল করতে আসে তাহলে শ্রমিকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটবে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন