১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার,বিকাল ৪:৫৮

শিরোনাম
খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন

সাতক্ষীরা জেলার সেরা করদাতার সম্মাননা ক্রেষ্ট পেলেন ভোমরা বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী আরতী ঘোষ, আবু হাসান, সবুরসহ ৭ জন ব্যবসায়ী

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা): সাতক্ষীরা জেলার সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী ৭ জন সম্মানিত করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ডের খুলনা কর অঞ্চলের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) সাতক্ষীরা কার্যালয়ে বেলা ১১ টায় উপ- কর কমিশনারের কার্যালয়ে কর অঞ্চল-খুলনা’র আয়োজনে উপ কর কমিশনার এস. এম. গাউস- ই-নাজ এর সভাপতিত্বে সংশ্লিষ্ট কার্যালয়ে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবছরে সাতক্ষীরা জেলার দীর্ঘ সময় কর প্রদানকারী করদাতা হিসাবে পুরস্কার পেয়েছেন মোঃ আব্দুর রশিদ ও মোঃ নজরুল ইসলাম। সাতক্ষীরা জেলার সর্বোচ্চ কর প্রদানকারী তিন জন করদাতা হলেন ভোমরা বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবু হাসান, মোঃ আব্দুস সবুর ও সুকুমার দাশ বাচ্চু। এছাড়া তরুণ সর্বোচ্চ করদাতা হিসাবে ভোমরা বন্দরের বিশিষ্ট তরুন ব্যবসায়ী মোঃ শাহিনুর রহমান শাহিন এবং মহিলা সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে ভোমরা স্থলবন্দরের মেসার্স সুন্দরবন এজেন্সীর মালিক আরতী ঘোষ। আরতী ঘোষের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার ছেলে বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী দিপঙ্কর কুমার ঘোষ। অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত করদাতাগণ সম্মাননা পেয়ে আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করে বক্তব্য রাখেন। সম্মানিত করদাতাগণের পাশাপাশি এ অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা ট্যাক্সেস বারের সভাপতি শেখ রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর বাবু এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠানের সভাপতি এস. এম. গাউস-ই-নাজ বক্তৃতায় বলেন- উন্নত দেশ হিসেবে মাথা তুলে দাঁড়াতে হলে অভ্যন্তরীণ সম্পদ ব্যবহারের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প বাস্তবায়নে তিনি দেশের সকল নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে কর প্রদানে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জাতীয় রাজস্ব বোর্ড নিরলস পরিশ্রম করে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের এ সময়ে জাতির পিতার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষে সম্মানিত করদাতাগণের নিকট সম্মাননা হস্তান্তর করতে পেরে তিনি আনন্দিত। সম্মাননা প্রদান অনুষ্ঠানের বক্তৃতায় পুরস্কারপ্রাপ্ত করদাতাগণ দেশের উন্নয়নে তাদের এই অবদানের স্বীকৃতির জন্য মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডকে ধন্যবাদ জানান।

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন