২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ১২:২১

সাতক্ষীরার শহরের মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩

  • শেয়ার করুন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়ন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খুলনা মোড় এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্ব সমাবেশ বক্তব্য রাখেন, বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকির হোসেন টিটু, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ। এসময় জেলা বাস মিনিবাস মালিক সমিতি ও জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহস্রাধিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সাতক্ষীরা শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ মাহমুদুল আলম বিবিসি, মিজান, রুবেল, রাজা ও মন্টুসহ তাদের সহযোগীরা দীর্ঘদিন যাবত শহরের বাস টার্মিনাল এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজি করে আসছে। এছাড়া তারা বাসটার্মিনালের তরুন শ্রমিকদের বিপথে পরিচালিত করে আসছে। বিভিন্ন সময়ে এ গ্রুপটি পুলিশের হাতে ধরা পড়লেও আইনের ফাঁক-ফোকর দিয়ে তারা আবারো বেরিয়ে যায়। বক্তারা এসময় আগামী ৭২ ঘন্টার মধ্যে এসব মাদকব্যবসায়ী ও চাঁদাবাজদের গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন