১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৬:৫৯

শিরোনাম
খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর উন্নয়নে মতবিনিময় সভা

প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা) ঃ সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর আধুনিকায়ন ও অটোমেশনের লক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে বন্দর ভবনের সভা কক্ষে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হুমায়ুন কবির। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর- ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান(অতিরিক্ত সচিব) মো: আলমগীর, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের যুগ্ম সচিব(অর্থ ও প্রশাসন) মো: মোস্তফা কামাল মজুমদার, সাতক্ষীরা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার সজীব খাঁন, ভোমরা কাষ্টমসের সহকারী কমিশনার আমীর মামুন, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন খান, ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দিলওয়ার রাজু, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভোমরা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার হুমায়ন কবীরসহ বন্দরসংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় অংশগ্রহণকারি ব্যবসায়ীরা বলেন, ভোমরা স্থলবন্দর থেকে কোলকাতার দূরত্ব অন্যান্য বন্দরের তুলনায় অনেক কম। বছরে হাজার কোটি টাকার রাজস্ব আহরিত হচ্ছে এ বন্দর থেকে। অথচ পূর্ণাঙ্গ বন্দর ঘোষণার পরে দৃশ্যত কোন উন্নয়ন নেই ভোমরা স্থলবন্দরে। বেনাপোলের মত সব পণ্যের আমদানির সুবিধা এখানে যদি থাকত,তবে কয়েক হাজার কোটি টাকা রাজস্ব সরকার পেত। বক্তারা অতিদ্রæত কিপিং লাইসেন্স প্রদানসহ ইয়ার্ড ও রাস্তা সংস্কারের দাবি জানান।

সভায় বন্দরে বিভিন্ন সমস্যা ও তার সমাধান, উন্নয়ন, আধুনিকায়ন ও অটোমেশনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন