২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার,সকাল ৯:২১

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২২

  • শেয়ার করুন

শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনাতে শহীদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সাথে পালন করা হয়। এ দিন সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণ করে। এ দিন বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে সকল কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে গল্লামারী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি পুষ্প স্তবক অর্পণ করা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. বাপ্পা গৌতম, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. কুতুব উদ্দীন মল্লিক, প্রকল্প পরিচালক ডা. মো. মেহেদী নেওয়াজ, রেজিস্ট্রার মো. আব্দুর রউফ, অর্থ ও হিসাব বিভাগের উপ পরিচালক রবীন্দ্র নাথ দত্তসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উপাচার্য তাঁর বক্তব্যে বাঙালি জাতীয়তাবাদ ও অধিকার আদায়ের চেতনায় উদ্বুদ্ধকরণে শহীদ বুদ্ধিজীবীগণের অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য বিশ্লেষণ করেন। আলোচনা সভায় অন্যান্য বক্তারা বাংলাদেশের সঠিক ইতিহাস চর্চার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে সংবিধানকে সমুন্নত রাখতে সকলকে একত্রে কাজ করার আহ্বান জানান। সবশেষে বুদ্ধিজীবী দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার) জনাব মো. নুরুল মোমেন।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন