১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:৩৩

শিরোনাম
খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত খুলনা মহানগরীতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র “ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সংলাপ” মোংলা বন্দরের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত

শার্শায় ধর্ষন ও হত্যা চেষ্টার অভিযোগে আটক ১।

প্রকাশিত: জুলাই ২৭, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল ।
যশোর এর শার্শার পল্লীতে (১৩) বছরের এক কিশোরীকে ধর্ষন শেষে হত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার সনাতন কাঠী গ্রামের ওই কিশোরী প্রতিবেশীর বাড়ি থেকে রাত ৮ টার সময় বাড়ি ফেরার পথে সঙ্ঘবদ্ধ একটি দল তাকে পাশের পুকুরপাড়ের জঙ্গলে নিয়ে ধর্ষন করে। কিশোরী ওই চক্রকে চিনে ফেলায় তারা তাকে পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় কিশোরীর পিতা বাদি হয়ে শার্শা থানায় ধর্ষন ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেছে। মামলা নং ২৬, তারিখ ২৭/৭/২১। গত ২৪ জুলাই রাত ৮ টার সময় শার্শার সনাতনকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

আসামিরা হলো ঃÑ সনাতন কাঠি গ্রামের আক্তারুলের ছেলে মোঃ সাগর হোসেন (১৮) একই গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুমন হোসেন (১৮) এবং কলারোয়া থানার ধানকুড়া গ্রামের রেজাউল সর্দার এর ছেলে নাহিদ ইসলাম (২৫)।

ভুক্তভোগি কিশোরীর চাচাত ভাই সুমন বলেন, বাড়ি ফিরতে দেরী হওয়ায় তাকে আমি এবং আমার চাচা খুঁজতে বের হই। এবং নাম ধরে জোরে জোরে ডাকতে থাকি। এ সময় ধর্ষন কারীরা ধর্ষন শেষে তাকে পুকুরে ডুবিয়ে মারার চেষ্টা করছিল। আমাদের ডাকাডাকির চিৎকারে তাকে ফেলে পালিয়ে যায়। তিনি আরো বলেন স্থানীয় একটি প্রভাবশালী মহল বিষয়টি নিয়ে একটি ঘরে আমার চাচাকে আটকিয়ে শালিশ করতে যায়। শালিশী বিষয়টি এলাকায় জানজানি হয়ে গেলে ঘটনা স্থলে পুলিশ যায়। পুলিশের উপস্থিতী বুঝতে পেরে ওই মহলটি পালিয়ে যায়। এরপর পুলিশ অভিযান চালিয়ে সাগরকে আটক করে। বাকি দুইজন পালিয়ে যায়।

শার্শা থানা ওসি বদরুল আলম খান বলেন, ধর্ষন ও হত্যা চেষ্টার অভিযোগে তিনজনের নামে মামলা হয়েছে। সাগর নামে একজনকে আটক করা হয়েছে। তার অন্য দুই সহযোগি পলাতক রয়েছে। ভুক্তভোগী কিশোরীকে যশোর সদর হাসপাতালে মেডিকেল টেষ্টের জন্য পাঠানো হয়েছে।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৭/০৭ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন