২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার,সকাল ৭:৪২

শার্শার কায়বা সীমান্ত থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম স্বর্ণসহ ৩ পাচারকারী আটক।

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর বিশেষ টহল দল কর্তৃক ১৩ কেজি ১৪৩ গ্রাম (১১৩০.২৯৮ ভরি)  ওজনের মোট ৬১ পিস স্বর্ণের বার এবং ০১ টি মোটরসাইকেলসহ ০৩  জন আসামীকে আটক করেছে।আজ মঙ্গলবার এ স্বর্নের চালানটি আটক করা হয়।
০৪ এপ্রিল ২০২৩ তারিখ ব্যাটালিয়ন অধিনায়কের নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, স্বর্ণের একটি চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল মেইন পিলার ১৭/৭ এস এর ২০ আর পিলার হতে আনুমানিক ৪.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে কায়বা গ্রামস্থ গাজীর কায়বা সাহেবের ব্রীজ নামক স্থানে অবস্থান নেয়। কিছু সময় পর টহল দল ০১টি মোটরসাইকেল যোগে ০৩ জন ব্যক্তিকে আসতে দেখে এবং টহল দলের নিকটবর্তী আসলে তাদেরকে থামতে বলে। উক্ত ব্যক্তিরা না থেমে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তাদেরকে ধরার জন্য পিছনে ধাওয়া করতঃ আটক করে। পরবর্তীতে আটককৃত আসামী (ক) মোঃ জাহিদুর রহমান (৪৫), পিতা মৃত-আব্দুল আলেক মোল্লা, গ্রাম-বড়দিয়া, পোষ্ট-বড়দিয়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইল (খ) মোঃ বিল্লাল হোসেন (২৩), পিতা-মোঃ ইউনুস আলী, গ্রাম-পুটখালী, পোষ্ট-বালুন্ডা, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর (গ) মোঃ হৃত্তিক কাজী (২০), পিতা-মোঃ ইনসান কাজী, গ্রাম-মঙ্গলপুর, পোষ্ট-বড়দিয়া, থানা-লোহাগড়া, জেলা-নড়াইলকে তল্লাশী করে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের মোট ৬১ পিস স্বর্ণের বার উদ্ধার করে। উক্ত স্বর্ণের বারগুলো আসামীর সাথে থাকা মোটর সাইকেলের চেসিসের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত ছিল। ধৃত আসামীদ্বয় স্বর্ণের বারগুলো কায়বা সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। আটককৃত স্বর্নের আনুমানিক সিজার মূল্য- ১১,২০,২৩,৮৩৫/- (এগার কোটি বিশ লক্ষ তেইশ হাজার আটশত পঁয়ত্রিশ) টাকা  এবং মোটর সাইকেলের সিজার মূল্য-১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা। যার সর্বমোট সিজার মূল্য-১১,২১,৬৩,৮৩৫/- (এগার কোটি  একুশ লক্ষ তেষট্টি হাজার আটশত পঁয়ত্রিশ) টাকা।

উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ২৯ (ঊনত্রিশ) বারে ৩১ জন আসামীসহ সর্বমোট ৯৬ কেজি ০১৪ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য-৭৬,১১,১৯,৯৪৫/- (ছিয়াত্তর কোটি এগার লক্ষ ঊনিশ হাজার নয়শত পঁয়তাল্লিশ) টাকা। ঊনত্রিশ বারের মধ্যে আগস্ট-২০২২ মাসে ০৪ (চার) বার, সেপ্টেম্বর-২০২২ মাসে ০৬ (ছয়) বার, অক্টোবর-২০২২ মাসে ০২ (দুই) বার, নভেম্বর মাসে ০৩ (তিন) বার, ডিসেম্বর ২০২২ মাসে ০১ (এক) বার,  ২০২৩ সালের জানুয়ারি মাসে ০৪ (চার) বার, ফেব্রুয়ারি মাসে ০৪ (চার) বার, মার্চ মাসে ০২ (দুই) এবং চলতি মাসে ০১ (এক) বার স্বর্ণ আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন