২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,দুপুর ২:৪৬

শিরোনাম
ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

রূপসায় ঘরবাড়িতে লুটপাটকারীদের শাস্তির দাবি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১

  • শেয়ার করুন

খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সাম্প্রদায়িক হামলা-ভাঙচুর ও ঘরবাড়িতে লুটপাটে জড়িতদের দ্রুত গ্রেফতার ও মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচারের মাধ্যমে শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার (১৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্ৰ প্রামাণিক বলেন, ৭ আগস্ট খুলনার রূপসা উপজেলার শেয়ালী গ্রামে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে অর্ধশতাধিক বাড়িঘর-দোকানপাট-উপাসনালয় ভাঙচুর করে। এ ঘটনায় নারী ও শিশুরা আতঙ্কগ্রস্ত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করে।

এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬৮ লাখ ৬৪ হাজার টাকা বলে দাবি করেন তিনি।

গোবিন্দ চন্দ্ৰ প্রামাণিক বলেন, দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের জমিজমা দখল, দেশত্যাগের হুমকি ও উপাসনালয়ে ভাঙচুর নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনায় আসামিদের মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালে বিচার করে শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও নিরাপত্তা দাবি করছি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামী, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, সহ-সভাপতি প্রদীপ কুমার পাল, প্রধান সমন্বয়কারী বিজয়কৃষ্ণ ভট্টাচার্য।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন