২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,ভোর ৫:২৩

শিরোনাম
খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম

যশোর বোর্ডে স্থগিত এসএসসির বাংলা ২য় পত্রের এমসিকিউ ৩০ সেপ্টেম্বর

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২২

  • শেয়ার করুন

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বাংলা দ্বিতীয় পত্রের স্থগিত বহুনির্বাচনীর (এমসিকিউ) নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর বেলা ১১টায় ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যশোর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক পত্রে আজ মঙ্গলবার এতথ্য জানানো হয়েছে।

নড়াইলে ভুল প্রশ্নপত্র বিতরণের কারণে গত শনিবার এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়। ওই দিন শুধু সৃজনশীল পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এর আগের দিন শুক্রবার পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘চলমান এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার নড়াইলের কালিয়া উপজেলার প্যারী শংকর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কামশিয়া মাধ্যমিক বিদ্যালয় ও লোহাগড়া উপজেলার দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নপত্রের স্থানে বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ বিতরণ করা হয়েছিল। এজন্য শনিবারের বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে, রুটিন অনুযায়ী এদিন একই বিষয়ের সৃজনশীল পরীক্ষা বেলা ১১ টা থেকে দুপুর ১২ টা ৪০ পর্যন্ত অনুষ্ঠিত হবে।’

আন্তশিক্ষাবোর্ডের সঙ্গে আলোচনা করে স্থগিত এমসিকিউ পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলেও শুক্রবার জানিয়েছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক।

এক প্রশ্নের জবাবে পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেছিলেন, ‘প্রশ্নপত্রের এমন ত্রুটির ক্ষেত্রে কেন্দ্র সচিব বা কেন্দ্র সংশ্লিষ্টদের কোন গাফিলতি দেখছি না। যেখান থেকে প্রশ্নপত্র প্যাকেটজাত হয়েছে, সেখান থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে। তারপরেও বোর্ড ও আইনশৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে তদন্ত করবে।’

এরপর আজ ওই এমসিকিউয়ের নতুন তারিখ ঘোষণা করা হলো।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন