২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার,সকাল ১০:১৮

ভোমরা বন্দর সড়কের খাঁদে পড়ে প্রতিনিয়ত পাল্টি খাচ্ছে আমদানীকৃত পণ্যবাহী ট্রাক 

প্রকাশিত: আগস্ট ৮, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা): ভোমরা বন্দর সড়কে ভয়াবহ যানজট ও সড়ক সংস্কার অব্যবস্থাপনার কারণে বেহাল অবস্থায় পাল্টি খেলো ভারত থেকে আমদানীকৃত গমভর্তি ট্রাক।পাল্টির এক পর্যায়ে গমভর্তি বস্তাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রাস্তার স্থায়ী জলাবদ্ধতার পানির উপর। পানিতে ভিজে নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার আমদানী পণ্য। দিনের পর দিন এই দূর্বিষহ অবস্থা চললেও কর্তৃপক্ষ সড়ক সংস্কারে কোনো পদক্ষেপ না নেওয়ায় ব্যবসায়ীরা ভোমরা বন্দর থেকে মুখ ফিরিয়ে অন্য বন্দর দিয়ে ব্যবসা পরিচালনা করতে আগ্রহী হচ্ছে। শনিবার (৭ই আগষ্ট ২০২১) দুপুরে বাংলাদেশের নারায়নগঞ্জের আমদানীকারক প্রতিষ্ঠান নিউ মাতৃভান্ডার এর আমদানীকৃত ভারতীয় বারো চাকাবিশিষ্ট (যার গাড়ি নং: ডবিøউবি-১১বি-৮৮০৫) ট্রাকে ৪৬ টন গমভর্তি ট্রাকটি ভোমরা কাষ্টমস সংলগ্ন সড়কের খাঁদে পড়ে পাল্টি খায়। সিএন্ডএফ এজেন্ট ক্রসরোড ক্লিয়ারিং এর সত্ত¡াধীকারী মিজানুর রহমান জানান, বর্তমান ভোমরা বন্দর সড়কটির বেহাল অবস্থার দৃষ্টে ভারত থেকে আমদানী হওয়া বিভিন্ন প্রকারের পণ্যবাহী ট্রাকগুলো সড়কের খাঁদে পড়ে পাল্টি খাচ্ছে।বিপুল পরিমাণে নষ্ট হচ্ছে আমদানী পণ্য। ফলে ব্যবসায়ীরাও শিকার হচ্ছে আর্থিক ক্ষতির। এছাড়া সিএন্ডএফ এজেন্টের আরো কর্মকর্তারা জানান, কাষ্টম সংলগ্ন বন্দর সড়কটির সমতা না থাকায় প্রতিনিয়ত আমদানীকৃত পণ্যবাহী ট্রাকগুলো ভারসাম্য হারিয়ে পাল্টি খেয়ে খাঁদে পড়ছে । মারাত্মকভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ হচ্ছে আমদানীকারক ব্যবসায়ীরা। একদিকে ভয়াবহ যানজট অন্যদিকে সড়কের বেহাল অবস্থার কারণে বন্দর সড়কটি এখন হুমকির সম্মুখীন। জিরোপয়েন্ট ভোমরা এলাকা থেকে বিজিবির বাঁশকল চেকপোস্ট(ফুলতলা) পর্যন্ত সড়কটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। আমদানী-রপ্তানী পণ্যবাহী ট্রাকের ভিড়ে দখল হয়ে যায় বন্দর সড়ক। সৃষ্টি হচ্ছে ভয়াবহ যানজট। রাস্তা ক্রসিংয়ে পাশে কোনো জায়গা না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে জনসাধারন।সড়ক পথের এ অচলাবস্থায় গাড়ি পাল্টির বিপজ্জনক পরিস্থিতির মধ্যেও চলাচল করতে হচ্ছে সর্বস্তরের মানুষদের। যেকোনো মূহুর্তে গাড়ি পাল্টিতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কায় ভুগছে বন্দর সংশ্লিষ্ট লোকজন। প্রবল বর্ষনে বন্দর সড়কের অবস্থা এখন বিপদাপন্ন। সড়কের উপর পিচ, ইট, বালু ধ্বসে যেয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এসব গর্তে পানি জমে তৈরি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। জনসাধারন ও গাড়িচালকরা জলাবদ্ধতার কারণে রাস্তার খাঁদে পড়ে প্রতিদিন মারাত্মকভাবে আহত হচ্ছে তারা। সড়ক চলাচল অব্যবস্থাপনার কারণে জরুরী খাদ্য সরবরাহে পড়ছে বাঁধা। এছাড়া ভারত থেকে আমদানীকৃত পঁচনশীল পণ্য দেশের বিভিন্ন এলাকায় দ্রæত বাজারজাত করতে না পারায় ব্যবসায়ীরা হচ্ছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ। সড়ক অচলাবস্থার পরিস্থিতিতে সৃষ্টি হচ্ছে ব্যাপক যানজট। যানজটের কুফলে পড়ে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমন। সড়ক ও জনপদ বিভাগের চরম অবহেলায় ভোমরা বন্দর সড়কটি এখন মরণফাঁদে পরিণত, এমন অভিযোগ করেছেন ভোমরা বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। চলতি বর্ষা মৌসুমে বন্দর সড়কটি সংস্কার না হওয়ায় দেশের প্রভাবশালী আমদানী ও রপ্তানীকারক ব্যবসায়ীরা মুখ ফিরিয়ে ভোমরা বন্দর থেকে। এমন অবস্থা চলতে থাকলে কমে যাবে আমদানী-রপ্তানী বাণিজ্য, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) অর্জনে ব্যর্থ হবে তার বেঁধে দেওয়া রাজস্ব লক্ষ্যমাত্রা।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন