২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৯:২১

ভোমরা বন্দরে ভারতীয় ট্রাকে বস্তাভর্তি জন্মনিয়ন্ত্রন বড়ি আটক করেছে বিজিবি

প্রকাশিত: জুলাই ৭, ২০২১

  • শেয়ার করুন

সীমান্ত ব্যুরো, সাতক্ষীরা ঃ সীমান্ত প্রশাসন বিজিবি ও গোয়েন্দা সংস্থার চোখ এড়িয়ে বাংলাদেশ থেকে জন্মনিয়ন্ত্রন পিল(বড়ি) পাচার হওয়ার প্রধান কেন্দ্র ভোমরা বৈধ সীমান্ত পথ। সীমান্তে গড়ে ওঠা একটি চোরাচালানী চক্র দীর্ঘদিন যাবত সাতক্ষীরার ভোমরা বন্দর থেকে ভারতীয় ট্রাকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের বিনামূল্যে বিতরনের জন্ম নিয়ন্ত্রন বিষয়ক সুখী বড়ির একটি বিরাট চালান ভারতে পাচার করে আসছে। বুধবার(৭ জুলাই ২০২১) সকালে ভোমরা বন্দরে পণ্য খালাস করার পর ভারতীয় একটি খালি গাড়ি ভারতে ফিরে যাওয়ার পথে আইসিপি চেকপোষ্ট এলাকায় পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে আইসিপি চেকপোষ্টের বিজিবি সদস্যরা ট্রাকটি গতিরোধ করে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে ট্রাকের ভিতর থেকে ১ বস্তা জন্মনিয়ন্ত্রন সুখী বড়িসহ ট্রাক চালককে আটক করার পর ট্রাকটি(যার নং: ডবিøউবি-২৫ই-৫৮২৭) জব্দ করে ভোমরা ক্যাম্পে নিয়ে আসে। আটককৃত ট্রাক চালক ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার সফিয়াবাদ গ্রামের বোলান শেখের পুত্র আক্তার শেখ। এদিকে জব্দকৃত পণ্য, ট্রাক ও ট্রাক ড্রাইভারকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করেছে বিজিবি। এছাড়া জব্দকৃত পণ্য ও ট্রাকের আনুমানিক মূল্য ৫০ লক্ষ ৮৬ হাজার ২৫০ টাকা নির্ধারন করা হয়েছে বলে বিজিবি গোয়েন্দার(এফএস) আল মামুন জানিয়েছেন। সীমান্তের নির্ভরযোগ্য একটি গোপন সূত্র জানায়, ভোমরা বন্দর সীমান্ত থেকে বাংলাদেশের জন্মনিয়ন্ত্রন পিল(সুখী বড়ি) ভারতে পাচার কাজের সঙ্গে স্থানীয় একটি চোরাচালানী চক্র জড়িত রয়েছে। উল্লেখ্য যে, বিগত দিনে ভোমরা বন্দর থেকে ভারতীয় পণ্য খালাসী ট্রাকে জন্মনিয়ন্ত্রন সুখী বড়ি, সুপারী ও ইলিশ মাছ ভারতে পাচারের সময় আইসিপি চেকপোষ্টে আটকের ঘটনাও ঘটেছে। সীমান্তের বৈধ পথে বাংলাদেশের এসব পণ্য পাচারে স্থানীয় শীর্ষ চোরাচালানী শংকর দাস (ঘরজামাই), বরুন দাস ও কুলিয়ার নাজমুল আলম কালুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে সূত্রটি জানিয়েছে। সূত্রটি আরো জানায়, ভারতীয় ট্রাক চালকদের মোটা টাকার চুক্তিতে ম্যানেজ করে চোরাচালান অব্যাহত রাখলেও মূল হোতারা সবসময় থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। অদ্যবধি এসব শীর্ষ চোরাচালানীরা প্রশাসনের নজরদারীতে আসেনি। ফলে তারা ভোমরা সীমান্ত বন্দরকে চোরাচালানের আখড়ায় পরিনত করেছে। গোপন সংবাদের ভিত্তিতে মাঝে মধ্যে দু’একটি ছোট আকারের চালান ধরা পড়লেও বড় আকারের চোরাচালান থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে।

(ছবি আছে)

তারিখ: ০৭/০৭/২০২১

ছবির ক্যাপশন: বিজিবির হাতে জব্দকৃত ভারতীয় ট্রাক

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন