১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ১১:১৩

ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনী সাধারন সভা অনুষ্ঠিত সভাপতি রাজু, সাধারন সম্পাদক নাসিম

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১

  • শেয়ার করুন

এম জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা): দীর্ঘদিন বাঁধা বিপত্তি উপেক্ষা করে অবশেষে সাতক্ষীরার ভোমরা কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(৪ সেপ্টেম্বর ২০২১) সকাল ১১ টায় এ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে, বিদায়ী সভাপতি এইচ এম আরাফাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হক, সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, কাজী নওশাদ দিলওয়ার রাজু, মোস্তাফিজুর রহমান নাসিম, মাকসুদ খান, সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম, আব্দুল গফুর সরদার, শাহানুর ইসলাম শাহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ নির্বাচনী সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সদর সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি কাজী নওশাদ দিলওয়ার রাজুকে সভাপতি ও মোস্তাফিজুর রহমান নাসিমকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা দেন। এ নবগঠিত নির্বাহী কমিটির মধ্যে আবু মূসাকে সহ সভাপতি, এএসএম মাকসুদ খাঁনকে যুগ্ম সাধারন সম্পাদক, জি এম আমির হামজাকে সাংগাঠনিক, বন্দর, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক, বিলকিস সুলতানা সাথীকে কাষ্টমস ও দপ্তর বিষয়ক সম্পাদক এবং দিপঙ্কর ঘোষকে অর্থ সম্পাদক পদে ঘোষনা দেওয়া হয়। এছাড়া আশরাফুজ্জামান আশু ও রামকৃষ্ণ চক্রবর্তীকে কার্যকরী সদস্য পদে ঘোষনা দেওয়া হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন