২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ৯:১০

ভোমরা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি সুজন

প্রকাশিত: নভেম্বর ৬, ২০২১

  • শেয়ার করুন

এম. জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা(সাতক্ষীরা) ঃ

সুজন সাতক্ষীরা জেলা কমিটির উদ্যোগে সাতক্ষীরা সদর উপজেলার ৬নং ভোমরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান ৫ নভেম্বর বিকাল ৪ টায় ভোমরা রাশিদা বেগম মাধ্যমিক বিদ্যালয় মাঠে সুজন জেলা কমিটির সহ-সভাপতি এ্যাড: শাহনাজ পারভীন মিলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে ৬নং ভোমরা ইউনিয়নের ৫ জন চেয়ারম্যান প্রার্থীকে আমন্ত্রনপত্রের মাধ্যমে একই মঞ্চে আমন্ত্রন জানায় সুজনের জেলা কমিটি। সুজনের ডাকে সাড়া দিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত ছিলেন চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল ইসলাম, মো: শামসুল আলম, মো: সাহেব আলী, মো: মোমিনুল ইসলাম মধু। বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী ঈসরাইল গাজী সুজনের ডাকে সাড়া না দিয়ে এ অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। প্রধান অতিথি ছিলেন সুজনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মো: মাসুদুর রহমান রনজু। সুজনের সাধারন সম্পাদক প্রভাষক শেখ হেদায়েতুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন দুদক সাতক্ষীরা জেলার সাধারন সম্পাদক অধ্যাপক মো: মোজাম্মেল হক, সুজন জেলা কমিটির সহ-সভাপতি শেখ হারুনুর রশীদ, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সুজন সাতক্ষীরা জেলা কমিটির সাংগাঠনিক সম্পাদক এ্যাড: এ বি এম সেলিম, ভোমরা সি এন্ড এফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, উদীচীর জেলা কমিটির সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সুজনের জেলা কমিটির প্রচার সম্পাদক সাকিবুর রহমান বাবলা, সুজন সদর উপজেলা কমিটির সভাপতি লিলি জেসমিন, সাধারন সম্পাদক মো: রোকনুজ্জামান, সুজন পৌর কমিটির সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস, ডা: মাহবুবর রহমান, ডা: মো: মুনসুর আলী, এ্যাড: সেলিনা আক্তার শেলি, এ্যাড: সাইফুল আলম সরদার সাইফ, এ্যাড: মিজানুর রহমান বাপ্পী, সাংবাদিক শহিদুল ইসলাম, ভোমরা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মো: জিয়াউল ইসলাম জিয়া, ভোমরা রিপোটার্স ক্লাবের সভাপতি মাষ্টার শফিকুল ইসলাম, সাংবাদিক আসাদুল হক, শেখ রুবেল হোসেন, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, সাধারন সম্পাদক আনারুল ইসলাম গাজীসহ অন্যান্য নেতৃবৃন্দ। সুজন দাবী করে অবাধ সুষ্ঠু এবং শান্তি পূর্ণ পরিবেশে নির্বাচন চাই। সুজন আরো বলে আমার ভোট আমি দেবো, জেনে শুনে বুঝে ভোট দেবো। মঞ্চে উপস্থিত প্রার্থীরা বলেন জয় পরাজয় থাকবে। আমরা এই ভোমরার সন্তান। যিনি নির্বাচীত হবেন, তাকে সহযোগিতা করে ভোমরা ইউনিয়ন কে মডেল ইউনিয়ন করার আশাবাদ এবং প্রতিশ্রæতি ব্যক্ত করেন। সুজন প্রত্যন্ত এলাকায় যেয়ে ভোটারদের সাথে দেখা করে কথা বলছে সে জন্য ভোমরা ইউনিয়ন বাসী সুজনের কর্মকর্তাদের এবং সুজনের কর্মকান্ডকে সাধুবাদ জানান। এদিকে সুজনের জেলা কমিটির পক্ষ থেকে ভোমরা ইউনিয়নের ৫ জন প্রার্থী আমন্ত্রনপত্র গ্রহন করলেও সুজনের ডাকে সাড়া না দিয়ে অনুপস্থিত থাকার কারনে বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী ঈসরাইল গাজীর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে মঞ্চে।

 

 

 

 

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন