২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সন্ধ্যা ৬:৫৩

বেনাপোল সাদিপুর সীমান্তে বাংলাদেশীকে লক্ষ বিএসএফ ২ রাউন্ড গুলি,বিজিবি কর্তৃক বাংলাদেশি আটক।

প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
যশোর ৪৯ বিজিবি বেনাপোল আইসিপি এর অধীনস্থ সাদিপুর পোতা পোস্টের দায়িত্বপূর্ণ মেইন পিলার ১৯ এর নিকট দিয়ে আজ ২৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় বাংলাদেশী নাগরিক মোঃ আকবর আলী (৩৫), পিতা-মৃত সামসুর রহমান, গ্রাম-কলবাড়ী, থানা-শ্যামনগর, জেলা-সাতক্ষীরা।
সে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আসার সময় ১৫৮ বিএসএফ ব্যাটালিয়ন এর জয়ন্তপুর ক্যাম্পের টহলদল তাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি করে। এ সময় উক্ত ব্যক্তি দ্রুত বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে আসলে বেনাপোল আইসিপি পোতা পোষ্টের বিজিবি তাকে আটক করে। আটককৃত ব্যক্তি ৬ মাস আগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিল বলে বিজিবির কাছে স্বীকার করেন।
বিএসএফ কর্তৃক গুলির ঘটনায় কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিজিবি।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন