২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,সকাল ৯:১৫

বেনাপোল পুটখালী সীমান্তে ১৭ টি স্বর্ণের বারসহ আটক ২।

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২২

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
মোটরসাইকেল ও স্বর্নের বার
বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ১০টি সোনারবার হাফিজুর ও মেহেদী নামে দুই পাচারকারীককে আটক করেছে বিজিবি।শনিবার সকালে এ স্বর্নের চালানটি আটক করা হয়।

বিজিবি জানান,হাবিলদার মোঃ মালেক গাজী এর নেতৃত্বে একটি টহল দল পুট খালি উত্তর পাড়া পাকা রাস্তার উপর হতে ১৭ টি স্বর্নের বার যার ওজন আনুঃ ১ কেজি-৯৮৩ গ্রাম সহ ০২ জন আসামি ও ০১ টি মোটরসাইকেল এবং ০১ টি অ্যান্ড্রয়েড ও ০২ টি বাটন মোবাইল আটক করেন।
আসামিরা হলো মোঃ হাফিজুর রহমান(৩৪) পিতা মোঃ আজিজুর রহমান (২) মোঃ মেহেদী হাসান(৩২) পিতা মোঃ আব্দুল করিম উভয়ের ঠিকানাঃ গ্রাম পুটখালী উত্তরপাড়া পোস্ট বালুন্ডা থানাঃ বেনাপোল পোর্ট জেলাঃ যশোর।

বিজিবির অভিযানের সময় ২ জন পালিয়ে যান তাদের নামেও মামলা দেওয়া হয়েছে তারা হলেন মোঃ আঃ মান্নান (৩২) পিতা মৃত্যু আবুল কাশেম গ্রাম পুটখালি কুবলার মাঠ (২) মোঃ নইমুদ্দিন (৩০) পিতা মোঃ জহির উদ্দিন গাজী গ্রামঃপুটখালি উত্তর পাড়া, উভয়ের ঠিকানাঃ পোস্ট বালুন্ডা থানাঃ বেনাপোল পোর্ট জেলাঃ যশোর আটক আসামিদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৪/১২/২০২২
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন