২১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,রাত ১১:০৩

শিরোনাম
অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম খুলনা ও বরগুনায় নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ আটক-৩ খুলনায় মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানী থেকে বাঁচতে ও তাদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন খুলনায় নারী-পুরুষ সম্পর্কিত প্রচলিত ভুল ধারণা মোকাবিলায় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত খুলনায় ১৩ মাস বেতন না পেয়ে কর্মবিরতিতে আউটসোর্সিং কর্মচারীরা, অচল ৯ উপজেলার স্বাস্থ্যসেবা নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উত্তরায় বিমান বিধ্বস্ত: জাতীয় বার্ন ইনস্টিটিউটে জরুরী হটলাইন চালু উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত-১, আহত-২৬ খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত

বেনাপোল দিয়ে ভারত সরকারকে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠালো বাংলাদেশ সরকার।

প্রকাশিত: মে ১৮, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
ভারতে করোনা মহামরির বিরুদ্ধে লড়াইয়ের সহযোগিতায় জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ৪টি কাভার্ড ভ্যানে ২৬৭২ কার্টন ওষুধ চিকিৎসা সরঞ্জাম পাঠায়। কাভার্ডভ্যান গুলোর ওই কার্টনে ছিল ক্যাপসুল ও ট্যাবলেট ৮২৪ কার্টন, হ্যান্ড স্যানিটাইজার ৫০০ কার্টন ও ইনজেকশন ছিল ১৩৪৮ কার্টন।
ভারতে করোনা পরিস্থিতি দ্রুত অবনতির প্রেক্ষাপটে দেশটির জনগনের জন্য জরুরি ভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম উপহার হিসাবে দেয় বন্ধু প্রতিম দেশ বাংলাদেশ। ক্যাপসুল, ট্যাবলেট,হ্যান্ড স্যানিটাইজার, ইনজেকশন, পিপিই সহ মোট ১৮ প্রকার এর ওষুধ রয়েছে।
এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিঃ এর অফিসার মোঃ আবু তাহের বলেন ৪ টি গাড়িতে প্রায় ২০ কোটি টাকা মুল্যের করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষূধ ও চিকিৎসা সরঞ্জার রয়েছে। বেনাপোল সিএন্ড এফ এজেন্ট রবি ইন্টারন্যাশনাল এর মালিক রবিউল ইসলাম রবি জানান কাস্টমস ও বন্দরে কাগজপত্রর আনুষ্টানিকতা শেষ করে বিকেল ৪ টার সময় ট্রাক গুলি ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।
এসময় পেট্রাপোল বন্দরে কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশন তৌফিক হাসান ও ভারতের কাস্টমস এর ডেপুটি কমিশনার শিপ সাগর উপস্থিত ছিলেন। এছাড়া স্থল বন্দর বেনাপোল এর উপপরিচালক আব্দুল জলিল ও বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলী উপস্থিত ছিলেন। অপরদিকে ভারতে সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ সদস্যরাও ছিলেন।
উল্লেখ্য এর আগে গত ৬ মে ১০ হাজার পিস রেমডেসিভির ইনজেকশন ভারত সরকারকে উপহার দেয় বাংলাদেশ সরকার।

প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৮/০৫ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন