৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার,রাত ৪:৪৯

বেনাপোল ডিবি পুলিশের অভিযান ১টি পিস্তল ও ৩ টা বার্মিজ চাকুসহ আটক ৪।

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল।
যশোর ডিবি পুলিশের সদস্যরা বেনাপোল  কাগজপুকুর এলাকা থেকে ১ টি বিদেশি পিস্তল ও ৩ টি বার্মিজ চাকুসহ কামরুজ্জামান (২৩ ),হাদিউজজান(২০), ইসরাফিল (২০)ও নুরনবী(২২)নামে চারজন কে আটক করেছে। শনিবার রাতে তাদেরকে আটক করা হয়।

ডিবির ওসি রুপণ কুমার সরকার জানান ডিবির একটি টিম বেনাপোল পোর্ট থানাধীন উত্তর কাগজপুকুর টু বুশতলাগামী পাঁকা রাস্তার উপর (জনৈক আব্দুল এর ধানী জমির উত্তর পার্শ্বে) হতে   একটি আগ্নেয়াস্ত্র বিদেশি পিস্তল ও ৩ টা বার্মিজ চাকুসহ ৪ জনকে গ্রেফতার করা হয় । এ সংক্রান্ত বেনাপোল পোর্ট থানার মামলা হয়েছে।মামলা নং- ১৬, তাং- ১৮/১২/২১
আসামিরা হলো (১) কামরুজ্জামান (২৩), (২) হাদিউজ্জামান (২০), উভয়পিতা- বাবু, (৩) ইসরাফিল হোসেন ফারহান (২০), পিতা- আনোয়ার হোসেন, সর্বসাং- পান্থপাড়া, থানা- শার্শা, (৪) নূরনবী (২২), পিতামৃত- আজগর আলী, সাং- বড় আঁচড়া, থানা- বেনাপোল, সর্বজেলা- যশোর।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৯ /১১ /২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন