২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১১:৫২

শিরোনাম
ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

বেনাপোল আমড়াখালি চেকপোস্ট থেকে বিজিবির হাতে ৩০ হাজার আমেরিকান ডলার সহ ১ জন আটক।

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৩

  • শেয়ার করুন

মিলন হোসেন বেনাপোল,
৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ আমড়াখালি বিজিবি সদস্যরা রোববার একটি পরিবহন তল্লাশি করে ৩০ হাজার আমেরিকান ডলার সহ তোফাজ্জল(৫২)নামে একজন কে আটক করেছে।

১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ যশোর ব্যাটালিয়নের অধীনস্থ আমড়াখালী চেকপোস্ট হতে ৩০,০০০$ ইউএস ডলারসহ ০১ জনকে আটক করেছে আমড়াখালী চেকপোস্টের একটি চৌকষ টহলদল। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল, বিজিবিএমএস, জি+ জানান, দীর্ঘদিন যাবত ডলার, রুপি, হুন্ডি ও চোরাচালান মালামাল আটকের নিমিত্তে আমড়াখালী চেকপোস্টে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ ১৮৪০ ঘটিকায় অধিনায়ক, লেঃ কর্নেল আহমেদ হাসান জামিল, বিজিবিএমএস, জি+ এর নির্দেশনায় সুবেদার মোঃ আহাদ আলী এর নেতৃত্বে বেনাপোল বিওপির অধীনস্থ আমড়াখালী চেকপোষ্টে একটি নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আমড়াখালী চেকপোষ্টের সামনে কলকাতা হতে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশিকালে একজন যাত্রীকে সন্দেহ হওয়ায় তাকে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় তার পায়ের জুতার মধ্যে ৩০,০০০$ ইউএস ডলারসহ তাকে আটক করা হয়। যার সিজার মূল্য ৩৩,০০,০০০/- (তেত্রিশ লক্ষ) টাকা। পরবর্তীতে তার ব্যাগ তল্লাশি করে ভারতীয় ০১ টি আই ফোনসহ ০২ টি মোবাইল জব্দ করা হয়। আটককৃত ব্যাক্তির নাম- মোঃ তোফাজ্জল হোসেন (৫২), জেলা-মুন্সিগঞ্জ। আটককৃত মোবাইল ও ইউএস ডলারসহ সর্বমোট সিজার মূল্য ৩৩,৪০,০০০/- (তেত্রিশ লক্ষ চল্লিশ হাজার) টাকা।

আটককৃত মোবাইল ও ইউএস ডলারসহ আসামীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ১৯/০২/২০২৩
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন