৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৯:৪৬

বেনাপোলে আমদানিকৃত ফলের মধ্যে মিললো ঘোষণা বহির্ভূত চোরাচালানী পন্য পাড়ি, থ্রি-পিস, কসমেটিক্স ও সিসা জাতীয় মদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১

  • শেয়ার করুন

বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

আমদানিকৃত পচনশীল  পন্য ক্যাপসিকামের বক্সে মিললো  ঘোষণা বহির্ভূত ভারতীয় শাড়ি, থ্রিপিস,ওষুধ, কসমেটিক্স সহ মাদক জাতীয় দ্রব্য সিসা এর বিভিন্ন ধরনের  ফ্লেবার।

রবিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় বেনাপোল বন্দরের ৩১ নং শেডে অভিয়ান চালিয়ে ১৭৫ টি ক্যাপসিকাম ভর্তি কাটুর্নের মধ্যে থেকে বিপুল পরিমান ঘোষনা  বহির্ভুত পন্য জব্দ করেন বেনাপোল কাষ্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া।

তিনি জানান, গোপন সংবাদে বন্দরে অবস্থানরত ভারতীয় ডব্লিউ বি ১১,সি ৩৭৮৯ নম্বর ট্রাকে তল্লাশী চালিয়ে ক্যাপসিকাম ভর্তি কার্টুন খুলে তার মধ্য থেকে প্রায় কোটি টাকার বিভিন্ন ধরনের অবৈধ মালামাল পাওয়া যায়। যার মধ্যে ১৫ টি কার্টুনে ১৮০ কেজি মাদক জাতীয় ফ্লেবার সিসা রয়েছে। পন্য চালানটির আমদানি কারক প্রতিষ্ঠানের নাম সিয়াম এন্টারপ্রাইজ। এ মালের ভারতীয় রপ্তানিকারক প্রতিষ্ঠানের নাম মন্ডল ইন্টারন্যাশনাল। বেনাপোলের সিএন্ডএফ প্রতিষ্ঠান স্বদেশ ট্রেড ইন্টারন্যাশনাল পন্যচালানটি ছাড় করাচ্ছিলেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মালামাল গননা চলছিল। জব্দকৃত মালামাল রাষ্ট্রের অনুকুলে বাজেয়াপ্ত এবং আমদানিকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে ব্যবস্থা  নেয়া হবে বলে জানান কাষ্টমসের যুগ্ম কমিশনার আব্দুর রশিদ মিয়া।
প্রেরক
মিলন হোসেন বেনাপোল
তারিখ ২৬/১২/২১
মোবাইল ০১৭১২২১৭১৪৩

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন