প্রকাশিত: নভেম্বর ১২, ২০২২
বাগেরহাটে দুর্বৃত্তের গুলিতে জেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম তানু ভূঁইয়া (৩৭) নিহত হয়েছেন।
শুক্রবার (১১ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নুরে আলম বাসাবাটি এলাকার মৃত আব্দুর রউফ ভূঁইয়ার ছেলে।
পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় এলাকায় দুর্বৃত্তরা তানু ভূঁইয়ার ওপর গুলি চালিয়ে চলে যায়। পরে স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে ২৫০ শয্যার বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার গুলিবিদ্ধ হয়ে তানু ভূঁইয়ার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিহত ব্যক্তির শরীরে কয়টি গুলি রয়েছে, তা তাৎক্ষণিক নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
নিহতের বড় ভাই আবুল কাশেম সেলিম ভূঁইয়া বলেন, আমার ভাইকে ওরা গুলি করে মেরে ফেলেছে। আমি এর উপযুক্ত বিচার চাই।
বাগেরহাট জেলা পুলিশের গণমাধ্যম শাখার সমন্বয়ক পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, তানু ভূঁইয়া নামে এক ব্যক্তি অজ্ঞাত দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। তিনি বিএনপি নেতা এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন।
তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।