১৯শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার,রাত ৩:২৯

শিরোনাম
খুলনায় প্রাথমিক বিদ্যালয় সবুজায়নে পরিকল্পনা প্রনয়ণ কর্মশালা অনুষ্ঠিত খুলনার জমিদার বাড়ী দখল ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে সংবাদ সম্মেলন সাড়ে ৪১ কোটি টাকার মুনাফা অর্জন মোংলা বন্দরের খুলনায় ১৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও আর্থিক সুবিধা প্রদান সিএসএস মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম’র খুলনার সেনের বাজার সিএসএস কার্যালয়ে রেভারেন্ড পল মুন্সী স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প খুলনায় “মহাসড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা বিধানে অংশীজনদের সাথে মতবিনিময় সভা” অনুষ্ঠিত খুলনায় “৫ বছরের জন্য শিশু কল্যাণে যৌথ পরিকল্পনা প্রণয়ন কর্মশালা” ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ২ দিনব্যাপী “শিশু কল্যাণে পরিকল্পনা প্রণয়ন কর্মশালা-২০২৫” এর সমাপনী অনুষ্ঠিত শহীদ সাকিবের কবর জিয়ারতের মাধ্যমে খুলনায় এনসিপি’র কার্যক্রম শুরু

বরিশাল সমিতির উদ্যোগে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২

  • শেয়ার করুন

ঐতিহ্যবাহী বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনা’র উদ্যোগে পবিত্র মাহে রমযানে সদস্যদের অর্থায়নে অসহায় দুঃস্থ রোযাদারদের মাঝে চলমান মাসব্যাপী ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।
অদ্য ০৯ এপ্রিল ২০২২ শনিবার দুপুর ১২টায় নগরীর ইকবালনগরস্থ বর্ণমালা শিশু শিক্ষালয় চত্বরে সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. আব্দুল মালেকের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলা সভাপতি মোঃ শফিকুল ইসলাম মধু। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ দেলওয়ারা বেগম, সাবেক যুগ্ম সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কামরুল হক নাসিম।
সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মোঃ ফিরোজ আলম খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক ডাঃ নুরুল হক ফকির, কাজী নুরুল ইসলাম, খুলনা চেম্বারের পরিচালক রোটাঃ মাহাবুব আলম, অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী আলহাজ্ব মোঃ মনির হোসেন, আহ্বায়ক আলহাজ্ব রোটাঃ আলতাফ হোসেন, সদস্য সচিব এম এ সালাম, সমিতির নেতা আলহাজ্ব চ ম মুজিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, আলহাজ্ব এনামুল কবির, ইঞ্জিঃ কাজী এনায়েত হোসেন, রোটাঃ প্রকৌঃ মাহাবুবুর রহমান শামীম, হুমায়ুন কবীর খান, আলহাজ্ব মুজিবর রহমান খন্দকার, সাখাওয়াত হোসেন মনু, এ্যাড. শহিদুল ইসলাম, শিক্ষক আবুল কালাম, ডাঃ এন এম বাবুল, আব্দুস সালাম মোল্লা, আলহাজ্ব দেলোয়ার হোসেন তালুকদার, মামুন রেজা হাওলাদার প্রমুখ নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় ঐতিহ্যবাহী বরিশাল সমিতির চলমান ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণসহ সারা বছরব্যাপী মানবকল্যাণের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সমিতির উদ্যোগে থানা ও ওয়ার্ড কমিটির মাধ্যমে খুলনা মহানগরীর প্রতিটি এলাকায় ঈদের আগের দিন পর্যন্ত এ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অপর এক প্রস্তাবে আগামী ২৭ এপ্রিল শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে সমিতির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন