৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার,বিকাল ৫:৪৭

শিরোনাম
ক্ষমতায় গেলে বন্ধ শিল্প কারখানা চালু হবে : ডাঃ শফিকুর রহমান ইমাজেন ভেঞ্চারস পিচ ডে-তে বিজয়ী খুলনার তরুণ উদ্ভাবক দল আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণে বিএনপি অগ্রাধিকার দেব : তারেক রহমান খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে “সিটিজেন ভয়েস এন্ড একশন” বিষয়ক প্রারম্ভিক সভা অনুষ্ঠিত খুলনা মহানগরীর ২৮নং ওয়ার্ডে ওয়ার্ল্ড ভিশন বাংলদেশ এর আয়োজনে লার্নিং রুটস/শিখন শিকড় কেন্দ্রের উদ্বোধন খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে “হসপিটালিটি ম্যানেজমেন্ট ও কুলিনারি আর্টস” এর উপর কেরিয়ার কাউন্সিলিং এবং সহযোগি সংগঠনের সাথে মতবিনিময় সভা খুলনায় কারিগরি শিক্ষায় বেকার ও প্রতিবন্ধী যুবদের সম্পৃক্তকরণ ও উদ্বুদ্ধকরণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত খুলনায় ঝরে পড়া শিশুদের বিদ্যালয়মুখীকরণ বিষয়ক সচেতনতা সভা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনার লবণচরায় পিওর আর্থ এর সীসা দূষণ সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত

প্রয়াত কমরেড আনছার আলী মোল্যা ছিলেন আজীবন বিপ্লবী নেতা

প্রকাশিত: আগস্ট ১০, ২০২৩

  • শেয়ার করুন

ফুলতলা প্রতিনিধি : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, বাংলাদেশে এখন ক্রান্তিকাল পার করছে। মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের দোসররা এদেশের গণতান্ত্রিক সরকারকে হটাতে চায়। বেশ কিছুদিন ধরে তাদের অপতৎপরতা এদেশে গণতন্ত্রকামী মানুষকে ভাবিয়ে তুলেছে। মার্কিন সাম্রাজ্যবাদকে রুখতে না পারলে এদেশে মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, প্রয়াত কমরেড আনছার আলি মোল্য ছিলেন এ অঞ্চলের একজন আজীবন বিপ্লবী নেতা। তিনি অন্যায়ের বিরুদ্ধে এবং কৃষক শ্রমিক মেহনতি মানুষের পাশে থেকে তাদের ন্যায্য দাবি আদায়ের অগ্রনী ভূমিকা পালন করেছেন। তার অসমাপ্ত কার্যক্রমকে এগিয়ে নিতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহবান জানান। কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক প্রয়াত কমরেড আনছার আলি মোল্যার স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার বিকালে ফুলতলা শহীদ আসাদ রফি গ্রস্থাগার চত্বরে আয়োজিত স্মরণসভায় উপজেলা শাখার সভাপতি কমরেড মাস্টার সন্দিপন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য কমরেড সুশান্ত দাস, পলিট ব্যুরো সদস্য কমরেড নূর আহমেদ বকুল, পলিট ব্যুরো সদস্য কমরেড মোস্তফা লুৎফুল্লাহ এমপি। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড মফিদুল ইসলাম, কমরেড রেজোয়ান হোসেন রাজা, প্রভাষক জাহাঙ্গীর আলম, আঃ সাত্তার, শ্রমিক ফেডারেশন নেতা মনির আহমেদ, আমিরুল ইসলাম, মোঃ আলাউদ্দিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিএল কলেজের সাবেক অধ্যক্ষ সরদার শফিউল্লাহ, ওয়ার্কার্স পার্টি নেতা আরিফুজ্জামান বাবলু, শ্রমিক নেতা আঃ মজিদ মোল্যা, আঃ হামিদ মোড়ল, রেজোয়ান আলী খান, খান সিরাজুল ইসলাম, বেগম রোকেয়া, সীতা রানী প্রমুখ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন