প্রকাশিত: জুলাই ৮, ২০২১
তথ্য ডেস্কঃ বেতন ও বোনাসের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে কাঁচপুর ব্রিজের কাছে অবস্থান নেন সিনহা গার্মেন্টসের এসব শ্রমিক।
সড়ক অবরোধ করায় অফিসগামীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এছাড়া জরুরি পণ্য বহন করা শত শত ট্রাক-কাভার্ডভ্যান আটকা পড়েছে। অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও কোভিড আক্রান্তদের অবস্থা সূচনীয়। অনেক যাত্রী বিকল্প পথে পায়ে হেঁটে রওনা দিচ্ছেন গন্তব্যে।
প্রাইভেটকারের একজন যাত্রী প্রতিদিনের সংবাদকে জানান, গার্মেন্টসের সমস্যা কেন রাস্তায় আসবে। মালিকরা কোটি কোটি টাকা কামিয়ে সুখ-ভোগ করবেন আর শ্রমিকরা রাস্তায় বেতন-বোনাসের জন্য আন্দোলন করবেন—এটা তো হতে পারে না।
এদিকে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছে।