২১শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার,রাত ৩:০২

শিরোনাম
খুলনায় ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে গণমাধ্যম কর্মীদের ভূমিকা’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত ব্যাংকিং সেক্টরে এস আলমের একচ্ছত্র নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠাসহ ৫ দফা দাবিতে খুলনায় সংবাদ সম্মেলন খুলনার তেরখাদায় নৌবাহিনীর অভিযানে অবৈধ কারেন্ট জাল ও চায়না দোয়ারী জাল আটক খুলনা মহানগরীর ১ ও ২৫নং ওয়ার্ডকে শিশুশ্রমমুক্ত ঘোষণা খুলনায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পূনঃ সবুজায়ন কার্যক্রম উদযাপন এবং সমন্বিত সবুজ বিদ্যালয় ঘোষণা অনুষ্ঠিত মারধরের মামলায় খুলনা জেলা কারাগারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টী সত্যানন্দ দত্ত নতুন করারোপ ছাড়া কেসিসির ৭১৯ কোটি টাকার বাজেট ঘোষণা অশ্রুসিক্ত হৃদয়ে খুলনায় পালিত হলো ইমাম হুসাইন (আ.)’র পবিত্র চেহলাম

পাচভূলেট সীমান্তে ৬৩ পিচ স্বর্ণের বার সহ এক পাচারকারী আটক।

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩

  • শেয়ার করুন


মিলন হোসেন বেনাপোল,
খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর বিশেষ টহল দল কর্তৃক ৭.৩৩৭ কেজি (৬৩০.৯৮২ ভরি) ওজনের মোট ৬৩ পিস স্বর্ণের বার এবং ০১টি মোটর সাইকেলসহ ০১ জন আসামী আটক প্রসংগে।

আজ ১৭ জানুয়ারি ২০২৩ তারিখ ব্যাটালিয়নের নিজস্ব সোর্সের তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, স্বর্ণের একটি বড় চালান বাংলাদেশ হতে ভারতে পাচার হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধিনায়ক বিএ-৬৫০৭ লেঃ কর্নেল মোহাম্মদ তানভীর রহমান, পিএসসি, ইঞ্জিনিয়ার্স এর নেতৃত্বে ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৭/৭ এস এর ১০০ আর পিলার হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে যশোর জেলার শার্শা থানাধীন পাঁচভূলাট গ্রামস্থ নয়কোনা বটতলা নামক স্থানে গোপনীয়তার সাথে অবস্থান নেয়। কিছু সময় পর বিজিবি টহল দল ০১টি মোটর সাইকেলযোগে একজন ব্যক্তিকে আসতে দেখে মোটর সাইকেলটি থামানোর জন্য সংকেত দেয়। উক্ত ব্যক্তি মোটর সাইকেলটি না থামিয়ে দ্রুতবেগে চালিয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে বিজিবি টহল দল তাকে ধরার জন্য পিছনে ধাওয়া করতঃ আটক করে। পরবর্তীতে বর্ণিত ব্যক্তির সাথে থাকা মোটর সাইকেলটি তল্লাশী করে ৭.৩৩৭ কেজি ওজনের মোট ৬৩ পিস স্বর্ণের বার এবং ০১ টি মোটর সাইকেলসহ মোঃ আব্দুর রাজ্জাক (৪৮), পিতা-মৃত শমসের সরদার, গ্রাম- বারোপোতা, পোষ্ট-বালুন্ডা, থানা- বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে আটক করা হয়। উক্ত স্বর্ণের বারগুলো আসামীর সাথে থাকা মোটর সাইকেলের চেসিসের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত ছিল। ধৃত আসামী স্বর্ণের বারগুলো পাঁচভূলট সীমান্ত এলাকা দিয়ে ভারতে পাচার করতে চেয়েছিল। যার আনুমানিক সিজার মূল্য-৫,৯০,৮১,১৯৪/-(পাঁচ কোটি নব্বই লক্ষ একাশি হাজার একশত চুরানব্বই টাকা)।

উল্লেখ্য, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে মোট ২১ (একুশ) বারে ২১ জন আসামীসহ সর্বমোট ৫৭ কেজি ০৫৯ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে, যার মূল্য-৪১,৭৮,৬৩,৬৯২/- (একচল্লিশ কোটি আটাত্তর লক্ষ তেষট্টি হাজার ছয়শত বিরানব্বই) টাকা। একুশ বারের মধ্যে আগস্ট-২০২২ মাসে ০৪ (চার) বার, সেপ্টেম্বর-২০২২ মাসে ০৬ (ছয়) বার, অক্টোবর-২০২২ মাসে ০২ (দুই) বার, নভেম্বর মাসে ০৩ (তিন) বার, ডিসেম্বর মাসে ০১ (এক) বার এবং ২০২৩ সালে চলতি মাসে ০৩ (তিন) বার স্বর্ণ আটক করা হয়েছে। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন