প্রকাশিত: জুলাই ২১, ২০২০
এ কে আজাদ, পাইকগাছাঃ পাইকগাছায় দেনাদার কর্তৃক পাওনাদারকে ডেকে নিয়ে মারপিট করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার ভিলেজ পাইকগাছায়।
জানা যায়, সোমবার সন্ধ্যায় ভিলেজ পাইকগাছার করিম বক্স মোড়লের ছেলে ইকরামুল মোড়ল পাওনাদার রাশেদকে মোবাইলে তার দোকানে ডেকে নিয়ে আসে। এ সময় তার কাছে জানতে চাই তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে কিনা। এর জবাব দেয়ার আগেই তার দোকানের জানালার হাঁক দিয়ে তাকে কান বরাবর বাড়ী মেরে আহত করে। তাৎক্ষণিকভাবে তাকে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
রাশেদ জানায়, ২০১৬ সালে বিদেশে পাঠানোর নামে ইকরামুল মোড়ল সাড়ে ৩ লাখ টাকার চুক্তিতে রাশেদের কাছ থেকে নগদ ১ লাখ ১০ হাজার নেয়। বিদেশে পাঠাতে না পারায় ১ লাখ টাকা কিস্তিতে ফেরত দেয়। বাকী ১০ হাজার টাকা প্রদানে তালবাহানা করতে থাকায় সে থানায় অভিযোগ করার প্রস্তুতি নেয়। এ সংবাদ পেয়ে সোমবার সন্ধ্যায় তাকে মোবাইলে ডেকে নিয়ে মারপিট করে আহত করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল।