৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার,সকাল ৮:৪২

শিরোনাম
নতুন ঠিকাদার করবে কয়রা-বেতগ্রাম আঞ্চলিক মহাসড়ক নির্মাণ প্রকল্পের কাজ খুলনায় শেখ হাসিনার চাচাতো ভাইসহ ৬ জনের নামে মামলা বিদ্যুৎ কোম্পানিগুলোকে পুনর্গঠন করতে চাই-বিদ্যুৎ উপদেষ্টা বন্যা কবলিত এলাকায় ফিল্ড ও ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে নৌবাহিনীর চিকিৎসা সেবা প্রদান পাইকগাছায় দুর্গত মানুষের জন্য মানবিক সহায়তার কাজ করছে বাংলাদেশ নৌ-বাহিনী নৌবাহিনী কর্তৃক পাইকগাছায় বন্যা দূর্গতদের মাঝে চিকিৎসা ও ত্রাণ বিতরণ অব্যাহত ফেনীতে চিকিৎসা সহায়তা ও উদ্ধার অভিযানে নৌবাহিনী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাবেক মন্ত্রী রুহুল হক, সাবেক এসপি মঞ্জুরুলসহ ৮০ জনের নামে হত্যা মামলা

পাইকগাছার লতায় বাসস্থান সংস্কারে ১ শ অসহায় পরিবারের মাঝে সহায়তা প্রদান!

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০

  • শেয়ার করুন

এ কে আজাদ, পাইকগাছাঃ ইকো এর অর্থায়নে ওক্সফাম ও খ্রিষ্টান এইড এর সহোযোগিতায় এবং এনজিও সংস্থা সুশীলন এর বাস্তবায়নে খুলনার পাইকগাছা উপজেলার লতায় বাসস্থান সংস্কারে গরিব অসহায়দের মাঝে সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার বিকালে লতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ চত্বরে এ সহায়তা প্রদান করা হয়।

লতা ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুশীলনের সহকারী পরিচালক ও প্রজেক্ট ফোকাল পার্সন জি এম মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ওক্সফাম প্রতিনিধি পার্থ প্রতিম দাস। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা প্রজেক্ট অফিসার নুরুন্নবী প্রিন্স, ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়, ইউপি সদস্য স ম আব্দুল বারী, আলমগীর খলিফা, আজিজুল বিশ্বাস, কাদম্বিনী মন্ডল,সুষমা রানী রায়, শিউলি সরকার, সচিব জাভেদ ইকবাল, সহকারী সচিব বিথীকা দাস, সুশীলনের ফিল্ড ফেসিলেটর শাহজালাল হোসেন, মিতা আক্তার ও নাজমুল হক। এসময় ১০০ পরিবারের পত্যেকে ৩০০০ টাকা ও একটি করে পানির পট প্রদান করা হয়। উল্লেখ্য, এর আগে ৪০০ পরিবারে (মাল্টিপারপাস) হ্যান্ড ক্যাশ ৩০০০ টাকা ও ২০০০ টাকার মালামাল ও ২০০ পরিবারে জীবিকায়নের জন্য ৫০০০ টাকা করে প্রদান করা হয়।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন