২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার,সকাল ১১:৪৪

পশুরে ক্লিংকার নিয়ে ডুবে গেছে লাইটার জাহাজ

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩

  • শেয়ার করুন

মোংলা প্রতিনিধি : মোংলা বন্দরের পশুর নদীতে সাড়ে ৮০০ মেট্রিকটন ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) নিয়ে ‘আনমনা-২’ নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
রবিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় টার্ন (ঘোরার) সময় এ দূর্ঘটনা ঘটে। তবে এসময় জাহাজটিতে থাকা ১০ নাবিক সাঁতরিয়ে নদীর কূলে উঠে গেলে প্রাণে বেঁচে যান তারা।
জাহাজটির মাষ্টার এনায়েত হোসেন এ তথ্য করে জানান, বন্দরের চার নম্বর বয়ায় অবস্থান করা বাংলাদেশী পতাকাবাহী মার্চেন্ট শিপ ‘এমভি জাহান ব্রাদার্স ‘ থেকে সাড়ে ৮০০ মেট্রিকটন ক্লিংকার বোঝাই করে রবিবার বিকেলে পশুর নদীর কাইনমারী এলাকায় নোঙ্গর করি। পরে এ ক্লিংকার নিয়ে খুলনার রুপসা নদীর পাড়ে সুনসিং কোম্পানির ‘সেভেন রিংকস’ সিমেন্ট ফ্যাক্টরীতে রওনা হওয়ার সময় রাত সাড়ে ৮টায় জাহজটি টার্নিং করতে গেলে তলা ফেটে ডুবে যায়। এসময় জাহাজে থাকা ১০ নাবিক সাঁতরিয়ে নদীর কূলে উঠে প্রাণ বাঁচান।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, গত ১৩ অক্টোবর ২৬ হাজার ৫০০ মেট্রিকটন ক্লিংকার নিয়ে বন্দরের চার নম্বর বয়ায় নোঙ্গর করে মার্চেন্ট শিপ জাহান ব্রাদার্স। রবিবার ওই জাহাজ থেকে এমভি আনমনা-২ নামে একটি কার্গো জাহাজ সড়ে ৮০০ মেট্টিকটন ক্লিংকার বোঝাই করে। রাতে দূর্ঘটনার পর ঘটনাস্থলে বন্দরের মুরিং বোট এমভি হিরা নামে একটি জলযান রওনা হয়েছে।
বন্দরে নৌ চ্যানেল নিরাপদ রয়েছে বলেও জানায় হারবার বিভাগ।

ভাল লাগলে শেয়ার করুন
  • শেয়ার করুন